মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৫
Home / প্রতিদিন / ‘আমি যা খারাপ করেছি সেটার দায়দায়িত্ব আমার’

‘আমি যা খারাপ করেছি সেটার দায়দায়িত্ব আমার’

অনলাইন ডেস্ক :: সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিজের মেয়াদকালে সকলকে ‘খুশি’ করা যায়নি বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। আজ ইসি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাকে রুঢ় আচরণ করতে হয়েছে। নিজের অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে মাফ চাইছি। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশের জন্য, জাতির জন্য তা করতে হয়েছে। নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায়ী সিইসি বলেন, আমি যা ভাল করেছি তার কৃতিত্ব আপনাদের সবার। আমি যা খারাপ করেছি সেটার দায়দায়িত্ব আমার। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় আমাদের জন্য নির্বাচন করা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। তখন জাতির ক্রান্তিলগ্ন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আমাদের নির্বাচন করা ছাড়া কোনো উপায় ছিল না। নির্বাচন বর্জনকারী দলগুলো দেশজুড়ে সহিংস কার্যক্রম চালিয়ে জানমালের ক্ষতি করছিল, তখন নির্বাচন না হলে অসাংবিধানিক পরিস্থিতির সৃষ্টি হতো। তাই নির্বাচন করতে গিয়ে কর্মকর্তারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তাঁদের সাহসিকতায় দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত আছে। শতাধিক এমপি বিনা প্রতিযোগিতায় জয়ী হওয়ার বিষয়ে তিনি বলেন, বিনা প্রতিযোগিতায় জয়ী হওয়ার বিষয়টি আইনেই আছে। মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই। এটা রাজনীতির খেলা। উন্নত বিশ্বে এর চেয়ে অনেক বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের রেকর্ড আছে। দেশের নির্বাচন ব্যবস্থা যে খারাপ হয়ে গেছে, এমন অভিযোগের বিষয়ে রকিবউদ্দীন বলেন, আমরা নির্বাচন ব্যবস্থাকে দুর্বল অবস্থায় নিয়ে যাইনি। দেশে কথায় কথায় মারামারি বেড়ে গেছে। এটা এক ধরনের সামাজিক অবক্ষয়। মানুষের মধ্যে সহিষ্ণুতার অভাবের কারণে হানাহানি বেড়েছে। নতুন কমিশনের সবাই অভিজ্ঞ, তারা সফল হবে এটাই আমরা আশা করি। উল্লেখ্য, নির্বাচন কমিশনে নতুন নিয়োগপ্রাপ্তরা শপথ নেবেন ১৫ ফেব্রুয়ারি। নিয়োগ পাওয়া এই পাঁচজন হলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, কবিতা খানম ও মো. রফিকুল ইসলাম। কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ। একজন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

ইআম

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...