শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:২৫
Home / প্রতিদিন / মদীনা ইউনিভার্সিটি ও কওমী তালেবে ইলম

মদীনা ইউনিভার্সিটি ও কওমী তালেবে ইলম

লাবীব আব্দুল্লাহ :

Komashisha_ Labib Abdullah

হুদহুদের ঝুলি (২৮)

মদীনাতুল মুনাওয়ারা৷
ইলমের শহর৷ হিকমাহর শহর৷ সাহাবায়ে কেরামের ( রাজিআল্লাহু আনহুম) হাজার স্মৃতির শহর৷ প্রেমের শহর৷ আবেগের শহর৷ উহুদ খন্দকের শহর৷
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর হিজরতের শহর৷ ইমাম মালেক রহ এর ইলমী আবাদের শহর৷ তাবেঈনদের শহর৷ পৃথিবীর সেরা শহর৷
এই শহরে অবস্থিত আল জামিয়া আল ইসলামিয়া৷ ইসলামী ইউনিভার্সিটি৷ মদীনা বিশ্ববিদ্যালয়৷ পৃথিবীর শতাধিক দেশের ছাত্ররা পড়তে আসে৷ আসে প্রাচ্য ও পাশ্চাত্য থেকে৷ আসে অমুসলিম বিশ্বের নওমুসলিমরাও৷
বাংলাদেশের সৌভাগ্যবান কিছু ছাত্ররাও পড়ার সুযোগ পায় প্রতি বছর৷ চলতি সপ্তাহে নতুন স্কলারশিপপ্রাপ্তদের তালিকা বের হয়েছে৷ ৫৪ জন বাংলাদেশী ছাত্র স্কলারশিপ পেয়েছেন৷ তারা সত্যিই ভাগ্যবান৷ চার বছরে অনার্স করবেন৷ পরে মাস্টার্স৷ মনোনীত হলে এমফিল এবং ডক্টরেট৷ পরিবারসহও থাকার সুযোগ দেয় মদীনাতে সে দেশের সরকার৷ শিক্ষা ও দানশীলতায় সে সরকার উদার৷ বিলাসী সে আরেক সমস্যা৷ কিন্তু সারা পৃথিবীর স্টুডেন্ট ও তালেবে ইলমদের যে সুযোগ তারা দেয় তা কল্পনাতীত৷ বছরে দেশে আসার যাতায়াত ভাড়াও দেয়৷

এই সুযোগ কি ষড়যন্ত্র?
আমরা যারা সবকিছুতেই ইহুদী নাসারার ষড়যন্ত্র দেখি তাদের ধারণা এইসব মাদানী হয়ে এসে আহলে হাদীসের মতবাদ প্রচার করবে৷ গাইরে মুকাল্লিদ হয়ে হানাফীদের বিরুদ্ধে যুদ্ধ করবে৷
কোনো কোনে বাংলাদেশী মাদানী হয়তো এইসব বাজে কাজ করে কিন্তু মদীনা ইউনিভার্সিটির প্রতিষ্টা এর জন্য হয়নি৷ সারা পৃথিবীতে দাওয়াহ কাজে অবদান আছে মদীনা ভারসিটির৷ শিকর বিদআহর বিরুদ্ধে দেওবন্দও কাজ করে মদীনা ইউনিভার্সিটিও৷ কিন্তু আমাদের দেশের কওমী মহলে তারা গাইরে মুকাল্লিদের প্রচাপক হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে৷ বাংলাদেশের উলামায়ে কেরামের কোন প্রতিনিধি দল মদীনা ভার্সিটি বা সৌদী সরকারের সাথে এ নিয়ে কথা বলেছেন কি না জানি না৷

গতকাল মতি মাদানীর দৃষ্টিতে বেদাতি মুশরেক চরমোনাইয়ের মুহতারাম পীরকে সৌদীর বর্তমান সরকার দুয়ূফ বা মেহমান হিসেবে হজে নিলেন৷ যদিও তিনি কিছুদিন আগে মিথ্যা তথ্যের ভিত্তিতে জেলে বন্দী ছিলেন৷ মতি মাদানীরা এখন কী বলবেন জানি না তবে তাদের গালে এটি একটি থাপ্পর৷
দেওবন্দের শায়খ আরশাদ মাদানীকেও সৌদী সরকার রাজকীয় সম্মান দেয়৷ ডাক্টার জাকির নায়েককেও দেয় বাদশাহ ফয়সল এওয়ার্ড৷ আল্লামা মুফতী তাকী উসমানীও সৌদীতে রাজকীয় মূল্যায়ন পান৷
এটি উদারতা৷

কিন্তু বাংলাদেশের কওমী…
এ দেশের কওমীর সাথে সৌদীর মনে হয় যোগাযোগ গ্যাপ আছে৷ সন্দেহ করা হয় এর পেছনে জামাতী ও কথিত সালাফীদেরও হাত আছে৷
কওমীরা উদার৷ উদার সৌদের খেজুরের কার্টুন পেলে৷ উদার উট ভেড়ার কুরবানীর সৌদী গোশত গ্রহণ করতে৷ মসজিদ নির্মাণে তাদের অর্থ নিতে৷ মাদরাসার ভবন নির্মাণেও আপত্তি নেই তাদের৷
আপত্তি এক জায়গায়৷ সেটি হলো আমাদের কোনো তালেবে ইলমকে মদীনা ভার্সিটিতে যেতে সুযোগ করে দেওয়া যাবে না৷ কেউ গেলে সে হালাক থিউরীর শিকার৷ মাদরাসার চার দেওয়ালের কাছেও আসতে দেওয়া যাবে না৷ তারা পরিবেশ দূষণ করবে৷ যদি সেই লোকটিকেই চরমোনাইয়ের পীর সাহেবের মতো বাদশা সালমানের অতিথি করে হজের ভিসা দেওয়া হয় মাজ্জানান লিখে তাহলে সেই সালাফীদের সৱবিধা নিতে নো প্রবলেম৷
এই দ্বৈতনীতি কেন তার কোনো জবাব জানা নেই৷
মদীনায় পড়লে গোমরাহ হয়, হালাক হয় এ কেমন থিউরী৷ যেখানে মদীনার তালেবে ইলমরা মসজিদে নববীতে বসে আসর থেকে ঈশা তক পড়ালেখা করে তারা গোমরাহ?
আরবীতে পড়লে গোমরাহ! উর্দু ফার্সী পড়লে আলোপ্রাপ্ত!
হতে পারে৷ কিন্তু বিবেকের আদালত তো তা বলে না৷

৫৪ ছাত্র আলিয়ার আলেম পাশ৷ সরকারী স্বীকৃত সনদ আছে৷ তারা মদীনায় পড়তে যাচ্ছে৷ কিন্তু কওমীর সনদ বাহকরা আবেদনই করতে পারে না৷ অথচ যোগ্যতা বেশী কার সবাই জানে৷
অভিনন্দন এই ৫৪ তারকাকে৷ ফুলেল অভিনন্দন আপনাদের৷ তবে দেশে এসে মদানী লকব লাগিয়ে হানাফীদের বিরুদ্ধে যুদ্ধ না করার নিয়ত করতে পারেন৷

কওমীর অভিভাকদের করজোড়ে অনুরোধ কওমীরাও যেনো মদীনাসহ পৃথিবীর সব ভার্সিটিতে আবেদন করতে পারে তার দ্রুত উদ্যোগ নিেবন৷ অন্যথা কিছুই হবে না তবে তালেবে ইলম একটু কষ্ট পাবে অন্তরে৷
তারা যদি রুহানী সন্তান হয় তাহলে তাদের উন্নতির চিন্তা করাতো পিতাজীর বড় দায়িত্ব৷

মুরব্বীদের আঘাত করে কোনো কমেন্ট না করি৷

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...