রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:০৭
Home / খোলা জানালা / ব্যতিক্রমী কর্মসূচী- কোরবানীর গোশত দিয়ে অসহায় মানুষদের আপ্যায়ন

ব্যতিক্রমী কর্মসূচী- কোরবানীর গোশত দিয়ে অসহায় মানুষদের আপ্যায়ন

ছিন্নমূল মানুষের পাশে জামেয়া মাদনিয়া:

12074570_470291106429185_6621243540896191061_nকমাশিসা ডেস্ক: আল-খায়ের ফাউন্ডেশন ইউ,কে এর অর্থায়নে জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে এবারকার ঈদুল আযহায় সিলেটের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কেরবাণী ও গোশত বিতরণের ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হয়। এ কর্মসূচীর আওতায় ঈদের তৃতীয় দিন রবিবার ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজির বাজার প্রাঙ্গনে দুঃস্থ- মানুষ তৃণমুল দের কোরবানীর গোশত দিয়ে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।

12042798_470291003095862_6283613104417313744_n
শত শত তৃণমুল মানুষ তৃপ্তি সহকারে আপ্যায়িত হয়।  কর্মসূচীর সমন্বয়ক জামেয়া মাদানিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা কোরবানীর জন্তু জবাই গোশত বিতরণ ও তৃণমুল মানুষদের আপ্যায়ন কর্মসূচী সুষ্টভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন।12036811_470291259762503_3609444613499766225_n

তিনি আল খায়ের ফাউন্ডেশন ও জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খতিব তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান ইউসুফ, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন হাফিজ হেলাল আহমদ , ওবায়দুর রহমান তারেক , প্রমুখ।12027555_470291463095816_695028110861812331_n12042983_470291506429145_2507036274056528103_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বিকৃত যৌনতায় দিশেহারা জাতি: সমাধান কোন পথে?

শাইখ মিজানুর রাহমান আজহারী: বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীকে বিবস্ত্র করা ...