রাজা বাদশাহ ও তার মন্ত্রি-মিনিস্টারদের বেতন জাতির দেয়া দান খয়রাত থেকে মিলে। যেমন উলামায়ে কেরামের বেতন মিলে জাতির কাছ হতে পাওয়া চান্দা থেকে।কারণ উভয়ই তারা জাতির সেবায় নিয়োজিত।
তবে রাজা বাদশাহ মন্ত্রি-মিনিস্টারদের জন্য দান খয়রাত বিরাট আকারের। তাদের বেতনও বেশি যা ইজ্জতের চোখে দেখা হয়।
অপরদিকে উলামায়ে কেরামদের দেয়া দান খয়রাত তুলনামূলক কম তাদের বেতনও অল্প; আর তা জিল্লতির চোখে দেখা হয়। বাস্তবতা তো তাই হওয়া উচিত ছিলো যে, যারা বেশি বেশি খয়রাত খায় তাদের হীন ভাবে দেখা উচিত ।
-হাকীমুল উম্মত আশরাফ আলী থানভি রাহ।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...