মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:১৮
Home / দেশ-বিদেশ / সুচির নোবেল পুরস্কার কেড়ে নিতে আল্লামা মাসঊদের অাহ্বান (ভিডিওসহ)

সুচির নোবেল পুরস্কার কেড়ে নিতে আল্লামা মাসঊদের অাহ্বান (ভিডিওসহ)

কমাশিসা ● অং সান সুচির নোবেল পুরস্কার কেড়ে নিতে অাহ্বান জানয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মিয়ানমারে মানুষ মেরে, মুসলমানদের রক্ত ঝরিয়ে শান্তি পুরস্কার পেতে পারেন না সুচি। তার পুরস্কার বাতিল করা হোক।

আল্লামা মাসঊদ বলেন, অবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করা হোক। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি জাতিসংঘের কাছেও আহ্বান জানান।

শনিবার দুপুরে রাজধানীর রামপুরা রোডে বাংলাদেশ জমিয়তুল উলামার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...