কমাশিসা : ফারহান আরিফকে কমাশিসা এম.সি কলেজ, সিলেটের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার জন্ম ১৬ ডিসেম্বর ১৯৯১ খ্রিষ্টাব্দ। গ্রামঃ সদরঘাট, উপজেলাঃ নবীগঞ্জ, জেলাঃ হবিগঞ্জ।
তিনি লেখাপড়া করেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর, জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ৩১২ এবং দাওরায়ে হাদীস উত্তীর্ণ হন জামেয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামীর উসমানী নগর সিলেট ২০১১।
দাখিল পাশ করেন ২০১০ সালে। আলিম উত্তীর্ণ হন ২০১২ সালে সঈদপুর বাজার ফাজিল সিনিয়র মাদ্রাসা নবীগঞ্জ থেকে।
বর্তমানে এম.সি কলেজ সিলেটে অনার্স ফাইনাল ইয়ারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত।
সাংবাদিকা করেন দৈনিক বিবিয়ানা নবীগঞ্জ। সম্পাদক, নতুন কলম সাহিত্য পরিষদ, সভাপতি, তরুছায়া ফাউন্ডেশন নবীগঞ্জ। সদস্য, (সইসাস)সদরঘাট ইসলামি সাংস্কৃতিক সংসদ।
তার প্রথম সম্পাদিত বই” নবরবি”২০০৮। দ্বীতিয় বই দ্যা ম্যাসেজ ২০০৯।
প্রকাশের অপেক্ষায় গ্রন্থসমূহ-
১।শঙ্খচিল (কবিতার বই)
২।বাসন্তি কোকিল (উপন্যাস)
৩।শূন্যলতা (কবিতার বই)
প্রথম লেখা প্রকাশ দৈনিক ইনকিলাব সোনালি আসরএ ২০০৭, এই ধারাবাহিকতায় আরও অনেক ছড়া কবিতা ও চিতাত্রাঙ্খন ছাপা হয় বিভিন্ন পত্রিকার শিশু আসরে।
দৈনিক সিলেটের ডাকসহ মাসিক, ত্রৈমাসিক ছোট বড় অনেক কাগজে তিনি নিয়মিত লেখালেখি করেন।
মোবাইল 01723882666
ইমেইল : farhan.fa615@gmail com
ফেসবুক আইড : farhan arif/arifbillah381@yahoo.com