যুব জমিয়ত বাংলাদেশ এর নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন দেশের শীর্ষ আলেম, বহু মসজিদ-মাদরাসা, দ্বীনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মুরুব্বী আল্লামা নূর হোসাইন কাসেমীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কওমী অঙ্গনের পরিচয়ধারী একটি অনলাইনে আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা নূর হোসাইন কাসেমীকে জড়িয়ে সম্পূর্ণ বানোয়াট একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদটি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় ঐ নিউজ পোর্টাল ও সংশিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের র্শীষ আলেম-উলামাদের বিরুদ্ধে অপপ্রচার এবং ইসলামী অঙ্গনে অনৈক্য সৃষ্টির জন্য নাস্তিক্যবাদীদের পৃষ্টপোষকতায় এসব অপপ্রচার চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আল্লামা শফি ও কাসেমীর বিরুদ্ধে বিশেষ মহল মিথ্যাচার করছে। আমরা মনে করি এসব নাস্তিক্যবাদী ও ইসরাঈলী চরদের কাজ। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া, সহ-সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল আমিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল বাকী, প্রচার সম্পাদক রুহুল আমীন নগরী প্রমুখ।