শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৩৪
Home / আন্তর্জাতিক / সীমান্তে গুলি বিনিময়, ৫ ভারতীয় সৈন্য নিহত

সীমান্তে গুলি বিনিময়, ৫ ভারতীয় সৈন্য নিহত

pak_in_28825_1477539240আন্তর্জাতিক ডেস্ক :: চলমান উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে ফের ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এতে ৫ ভারতীয় সৈন্য এবং পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইনের।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফরের (আইএসপিআর) দাবি, ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার রাতের ওই গুলি বিনিময়ে ৫ ভারতীয় সৈন্য নিহত এবং সীমান্তে তাদের চারটি সামরিক পোস্ট ধ্বংস হয়ে গেছে।

ভিমবার সেক্টরে এ গুলি বিনিময়ের সত্যতা সেনাসূত্রও নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হারপাল এবং ছুপরার সেক্টরে গুলিবর্ষণ করলে দুই পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ৬ বেসামরিক নাগরিক নিহত এবং ২১ জন আহতের ঘটনা ঘটল।

এদিকে, সীমান্তে যুদ্ধবিরতি লংঘন করার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষকে কেন সীমান্তে বারবার যুদ্ধবিরতি লঙঘন হচ্ছে, তা তদন্ত এবং সেনাবাহিনীকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ভারত পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করে দেশটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনার দাবি করে।

ভারতের এ দাবি পাকিস্তান নাকচ করে আসছে। এ নিয়ে দু’দেশের সীমান্তে প্রায়ই সৈন্যরা গুলি বিনিময় করছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...