রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:০১
Home / বিজ্ঞান-প্রযুক্তি / কুরআনের গাণিতিক বিস্ময়

কুরআনের গাণিতিক বিস্ময়

উত্তর প্রদানে মুফতি শায়খ জিয়া রাহমান ::

downloadপ্রশ্ন: কুরআনের গাণিতিক বিস্ময় বলে কি কিছু আছে? বিশেষ করে ১৯ সংখ্যা, বিভিন্ন সূরায় স্পেসিফিক শব্দের সংখ্যা।

উত্তর: কুরআন গাণিতিক বিস্ময়ের মুখাপেক্ষী নয়৷ এই বিস্ময়ের উপর কুরআনের সত্যতা ও অলৌকিকত্ব নির্ভর করে না৷ এগুলো আবিষ্কৃত হওয়ার আগেও কুরআন যেমন মহাসত্য ছিলো, এখনো সেই মহাসত্যই আছে৷ অনন্তকাল সেই মহাসত্যই থাকবে৷

হ্যাঁ কুরআন থেকে গাণিতিকভাবে যদি কেউ বিস্ময়কর কিছু আবিষ্কার করে, তাহলে সেটাকেও অগ্রাহ্য করি না৷ তবে মৌলিকভাবে এর উপর কুরআনের সত্যতা নির্ভর করে না৷ এটাকে বেশ থেকে বেশ কুরআনের অতিরিক্ত এক রহস্য বলতে পারেন৷

স্মর্তব্য: কুরআন নাযিল হয়েছে সব স্তরের মেধার মানুষের জন্যে৷ সর্বোচ্চ স্তরের মেধাবী লোকটির জন্যে কুরআন যেমন উপযোগী এক গ্রন্থ, একেবারে সর্বনিম্ন স্তরের মেধার মানুষের জন্যেও অসাধারণ উপযোগী এক কিতাব৷ সংখ্যাতত্ত্বের মাধ্যমে কুরআনের গাণিতিক বিস্ময় উচ্চস্তরের কিংবা মধ্যস্তরের মেধার মানুষের জন্যে বোধগম্যের ভিতরে হলেও নিম্নস্তরের মেধার মানুষের জন্যে কঠিন দুর্বোধ্য এক বিষয় হচ্ছে এই সংখ্যাতত্ত্বের দ্বারা কুরআনিক বিস্ময়ের হিসাব-নিকাশ৷ তাই এটাকে বেশি গুরুত্ব দিয়ে একরকম জোর করে সবাইকে এই বিস্ময়কর তত্ত্ব সম্পর্কে অবহিত হওয়ার উপর জোর দেয়ার কোনো প্রয়োজন নেই৷

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ফেসবুক কি বন্ধ হয়ে যাচ্ছে?

কমাশিসা প্রতিনিধি:: তোপের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেকের মনে এখন প্রশ্ন জেগেছে ...