শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:২৩
Home / অনুসন্ধান / আমার নামে স্বাক্ষরিত আমন্ত্রণপত্রটি ভূয়া: মাওলানা আনোয়ার শাহ

আমার নামে স্বাক্ষরিত আমন্ত্রণপত্রটি ভূয়া: মাওলানা আনোয়ার শাহ

anoar-shah-500x280আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক তানযীমুল মাদারিসের সভাপতি বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের মাওলানা আনোয়ার শাহ রাত ১১ টা ৫৩ মিনিটে আওয়ার ইসলামকে বলেন, আমার নামে স্বাক্ষরিত আমন্ত্রণ পত্রটি ভূয়া।

তবে তিনি জানান, কাল বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের শীর্ষ আলেমদের বৈঠক জামিয়ায় অনুষ্ঠিত হবে। সেটার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের মহাসচিব মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। আমি কাউকে স্বাক্ষর করে আমন্ত্রণপত্র দেইনি। আমার নামে প্রচারিত চিঠিটিও ভূয়া। তিনি যুক্তি দেখিয়ে বলেন, সভার আহ্বান করেছেন মাওলানা শফিকুর রহমান সাহেব। আমি সেখানে সভাপতিত্ব করবো, কথা বলবো, আমি আবার আমন্ত্রণ করি কিভাবে?

তবে তিনি চিঠিতে উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে কালকের বৈঠকে আলোচনা হবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা আনোয়ার শাহ আরো বলেন, দেশের অধিকাংশ কওমি মাদরাসার প্রতিনিধিত্বশীল সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার গঠনতন্ত্র অনুযায়ী অরাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে পরিচালনার বিষয়টি বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী, সিনিয়র সহ সভাপতি আল্লামা আশরাফ আলী এবং বেফাক মহাসচিব আবদুল জব্বারকে পত্রের মাধ্যমে আহ্বান জানাবো।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...