রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৩২
Home / কওমি অঙ্গন / অনৈক্য নয় ঐক্য চাই, স্বকীয়তা বজায় রেখে দ্রুত স্বীকৃতি চাই। কওমিবন্ধনে বক্তারা

অনৈক্য নয় ঐক্য চাই, স্বকীয়তা বজায় রেখে দ্রুত স্বীকৃতি চাই। কওমিবন্ধনে বক্তারা

1000সুলাইমান আহমদ হুজাইফা ::  গতকাল ১৭ অক্টোবর সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘কওমি মাদরাসা ছাত্র শিক্ষক সোসাইটি’র উদ্দ্যোগে আয়োজিত বিশাল “কওমিবন্ধনে” বক্তারা বলেছেন, অনৈক্য নয় ঐক্য চাই, স্বকীয়তা বজায় রেখে দ্রুত স্বীকৃতি চাই। ইসলামের সঠিক শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের সর্বজনীন সেবা করতে হলে কওমি মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির বিকল্প নেই। সরকারি হস্তক্ষেপমুক্ত এবং এমপিওভূক্তি ছাড়া দারুল উলূম দেওবন্দের আদলে কওমী সনদের স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। কওমিবন্ধনকে ঘিরে সিলেটের সর্বস্থরের আলেম তরুণ প্রতিনিধিরা এক প্লাটফর্মে দাঁড়িয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

সোসাইটির আহবায়ক শায়খুল হাদীস মুফতি মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আমিন আহমদ রাজু ও ফাহাদ আমানের সঞ্চালনায় লিখিত ঘোষণাপত্র ও কর্মসূচি পাঠ করেন কাজির বাজার মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা। বক্তব্য রাখেন কবি গবেষক মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, কবি গবেষক ও লেখক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, কে এম আবুল কালাম আজাদ, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, বিশ্লেষক মাওলানা ইকবাল হাসান জাহিদ, মাওলানা আহমদ মাহফুজ আদনান, সুলাইমান আহমদ হুজাইফা, রামধা বাজার মাদরাসার প্রতিনিধি মাওলানা মামুনুর রশীদ, আঞ্জুমানে তালীমুল কুরআন মাদরাসার প্রতিনিধি মাওলানা ইনাম বিন সিদ্দিক, দারুস সালাম মাদরাসার প্রতিনিধি মাওলানা নিয়ামত উল্লাহ বাপ্পী, মুহাদ্দিস শামশীর হারুনুর রশীদ, মাওলানা জুলফিকার মাহমুদি, কানাইঘাটের প্রতিনিধি মাওলানা ইয়াহইয়া শহীদ, রাজারগাঁও মাদরাসার প্রতিনিধি মাওলানা ইমাদুদ্দীন, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার প্রতিনিধি মাওলানা আলী খান ইমন, মাওলানা কয়েস আহমদ, ইকরা সিলেটের প্রতিনিধ আলী খান, দরগাহ মাদরাসার ছাত্র প্রতিনিধি আবুল কাশেম, মুকিরপাড়া মাদরাসার প্রতিনিধি মাওলানা আবদুল ওয়াদুদ, হাজী মাওলানা আব্দুল কাইউম, মীম হুসাইন, মাওলানা বদরুল বিন আফরোজ, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল আজিজ জাফরান, মাওলানা আব্দুর রহিম, সাইফ রাহমান, মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা আনওয়ারুল করীম মুস্তাজাব, হাফিজ আবুল খায়ের চৌধুরী, এমসি কলেজ কওমি মাদরাসা স্টুডেন্ট ফোরামের সভাপতি হাফিজ মাওলানা সদরুল হাসান নাঈম, সালমান আহমদ, রাজু আমিন, জুড়ি মাদরাসার প্রতিনিধি মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মামুন মাসুম, ভার্থখলা ছাত্র প্রতিনিধি এহসান উদ্দিন গিলমান ছাড়াও নাজির বাজার, রাজাগঞ্জ মাদরাসা, গহরপুর মাদরাসা, কানাইঘাট দারুল উলূম মাদরাসা, হেমু মাদরাসা, হরিপুর মাদরাসা, মাদানিয়া বিশ্বনাথ, মুহাম্মদিয়া বিশ্বনাথ মাদরাসাসহ শতাধিক মাদরাসার শিক্ষক ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

qowmibondonবক্তারা আরো বলেন- কওমি সনদের সরকারি স্বীকৃতি না থাকায় আমাদের অনেক ছাত্র প্রাইভেটভাবে সরকারি মাদরাসায় পরীক্ষা দিয়ে থাকে। এতে লেখাপড়া, ক্লাস করা ও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ছাত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। ছাত্রদের এসকল সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে কওমি সনদের সরকারি স্বীকৃতি। যা হয়ে গেলে আর প্রাইভেট পরিক্ষার চিন্তা করতে হবে না। আমাদের সনদের সরকারি স্বীকৃতি না থাকায় আপনি যত বড় আলেম হোন সরকারি একটা মসজিদে ইমাম-মুআজ্জিন পদেও নিয়োগ পাবেন না। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক, কলেজ-ভার্সিটিতে ইসলামিক স্টাডিজ, মুসলিম বিশ্বে চাকুরীর আবেদন, বহির্বিশ্বে লেখাপড়ার সুযোগ সুবিধা, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসমূহ আমাদের নাগালের বাইরে। এমনকি জাতীয় পরিচয়পত্রেও আমরা শিক্ষিত নই; অর্থাৎ আমরা অনেক নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যও নই। এসব স্থান আমরা ছেড়ে দেওয়ায় বিভিন্ন ধরণের বাতিলপন্থী লোক তা দখল করে বসে আছে। এদের বাতানো ভ্রান্ত কাজে বিশ্বাসী হয়ে দেশের অধিকাংশ মানুষ ভুল আকিদা, সন্ত্রাস ও ভ্রান্ত কাজে লিপ্ত হচ্ছে।
তাই দ্বীনের স্বার্থে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ জলাঞ্জলী দিয়ে ‘কওমি মাদরাসার লাখ লাখ ছাত্রদের দিকে তাকিয়ে সনদের স্বীকৃতি দ্রুত বাস্তবায়নে সকল বুজুর্গ আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও কওমিবন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, জামেয়া দারুল কুরআন সিলেটের শিক্ষক মাওলানা আলীনূর, মাদানী কাফেলার সভাপতি সাংবাদিক রুহুল আমীন নগরী।

বিজ্ঞপ্তি।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...