বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৮
Home / অনুসন্ধান / মক্কা-মদীনার বাইরে সাহাবীদের কবর

মক্কা-মদীনার বাইরে সাহাবীদের কবর

com-fhasanbd-hasa-w250হযরত উকবা ইবনে নাফে রা.-এর কবর আলজিরিয়ায়।
হযরত আবুল বাকা আনসারী রা.-এর কবর তিউনিসে।
হযরত রুয়াইফা আনসারী রা.-এর কবর লিবিয়ায়।
হযরত আবদুর রহমান রা.-এর কবর উত্তর আফ্রিকায়
হযরত মা’বাদ ইবনে আব্বাস রা.-এর কবর উত্তর আফ্রিকায়।
হযরত বারা ইবনে মালেক রা.-এর কবর তাসতাবে।
হযরত নোমান আলমুযানী রা.-এর কবর নেহাওয়ান্দে।
হযরত আবু রাফে রা.-এর কবর খোরাসানে।
হযরত আবদুর রহমান ইবনে সামুরা রাহ.-এর কবর খোরাসানে।
হযরত আবু আইউব আনসারী রা.-এর কবর ইস্তাম্বুলে।
হযরত আবু তালহা আনসারী রা.-এর কবর বোহায়রা রোমে।
হযরত ফযল ইবনে আব্বাস রা.-এর কবর সিরিয়ায়
হযরত খালিদ ইবনে ওয়ালিদ রা.-এর কবর হিমসে।
হযরত বিলাল হাবশী রা.-এর কবর দামেশকে।
হযরত আবুদ্দারদা রা.-এর কবর জর্ডানে।
হযরত জাফর ইবনে আবী তালিব রা.-এর কবর মোতায়।
হযরত আবদুল্লাহ ইবনে রওয়াহা রা.-এর কবর জর্ডান নদীর পাশে।
হযরত মুআয ইবনে জাবাল রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
হযরত যিরার ইবনুল আযওয়ার রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
হযরত উবাদা ইবনুছ ছামেত রা.-এর কবর জর্ডানের এক পাহাড়ে।
হযরত আবু যামআহ রা.-এর কবর তিউনিসে।
হযরত কুছাম ইবনে আব্বাস রা.-এর কবর সমরকন্দে।
হযরত আমর ইবনে মাদিকরিব রা.-এর কবর নেহাওয়ান্দে।

৫০ হিজরীতে হযরত মুহাম্মাদ ইবনে আবী ছগরা রা. কাবুলের রাস্তা হয়ে পেশাওয়ার এবং পেশাওয়ার থেকে লাহোর হয়ে কেলাত পর্যন্ত পৌঁছেছিলেন। কেলাতের পাহাড়ে আজও সাতজন সাহাবী-তাবেয়ীর কবর আছে।

এ তালিকা থেকে বোঝা যায়, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মানিত সাহাবীগণ দ্বীনের ডাকে আপন ভূমি থেকে দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়েছিলেন। দাওয়াত ও জিহাদের পথে ঘরবাড়ি ছেড়ে নিজেদের উৎসর্গ করেছিলেন। রাদিয়াল্লাহু আনহুম।

সংগৃহীত

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আল্লামা আহমদ শফীকে কি আসলেই তিলে তিলে হত্যা করা হয়ছে?

আল্লামা শফী সাহেবের মৃত্যু নিয়ে ওনার খাদেম  শফীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২০। ...