রোকন রাইয়ান ::
কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ২০১২ সালের ১৫ এপ্রিল গঠিত ১৭ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। ১৭ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে। ৯ অক্টোবর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
কমিশনে মাওলনা ফরীদ উদ্দীন মাসউদ কো চেয়ারম্যান এবং মুফতি রুহুল আমিন সদস্যসচিব।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছিল। ওই প্রজ্ঞাপন প্রকাশের পর বেফাকসহ আলেম ওলামাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এ কারণে নতুন করে স্বীকৃতির উদ্যোগটিকে এগিয়ে নিতে ১৭ সদস্যের আগের কমিটিকে সচল করে বাড়ানো হলো মেয়াদ।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ কমিটি ‘বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন ২০১৩’ যাচাই বাছাই ও সময়োপযোগী করে মন্ত্রণালয়ে পেশ করবে।’ কমিটি আগামী ৯ জানুয়ারি ২০১৭ পর্যন্ত কার্যকর থাকবে।
১৭ সদস্যের কমিটিতে যারা আছেন-
১. চেয়ারম্যান, আল্লামা শাহ আহমদ শফী, মহাপরিচালক, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা।
২. কো-চেয়ারম্যান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, প্রিন্সিপাল জামিয়া ইকরা বাংলাদেশ।
৩. সদস্য, মাওলানা সুলতান যওক নদভী, পরিচালক দারুল মাআরিফ, চট্টগ্রাম।
৪. সদস্য, আল্লামা আবদুল হালিম বোখারী, মুহতামিম পটিয়া মাদরাসা, চট্টগ্রাম।
৫. সদস্য, আল্লামা আশরাফ আলী, প্রিন্সিপাল জামিয়া শরইয়্যাহ মালিবাগ।
৬. সদস্য, মাওলনা আনোয়ার শাহ, মুহতামিম জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ।
৭. সদস্য, মাওলানা আবদুল জব্বার, মহাসচিব, বেফাক।
৮. সদস্য, মাওলানা আবদুল বাসিত বরকতপুরী, মুহতামিম, জামিয়া হোসাইনিয়া সিলেট
৯. সদস্য, মাওলানা আবদুল মালেক, আমিনুততালিম, মারকাযুদ দাওয়াহ ঢাকা।
১০. সদস্য, মাওলানা আবদুল কুদ্দুস, মুহতামিম ফরিদাবাদ মাদরাসা।
১১. সদস্য, মুফতি মাহফুজুল হক, প্রিন্সিপাল জামিয়া রাহমানিয়া ঢাকা।
১২. সদস্য, মুফতি এনামুল হক, সিনিয়র মুহাদ্দিস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার।
১৩. সদস্য, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মুহতামিম মাদরাসা নূরে মদিনা হবিগঞ্জ।
১৪. সদস্য, মুফতি হিফজুর রহমান, জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট ঢাকা।
১৫. সদস্য, মাওলানা আবদুল হক হক্কানী, নায়েবে মুহতামিম জামিল মাদরাসা বগুড়া।
১৬. সদস্য, মাওলানা মুশতাক আহমদ, মুহতামিম জামিয়া দারুল উলুম খুলনা।
১৭. সদস্যসচিব, মুফতি রুহুল আমিন, মুহতামিম গওহরডাঙ্গা মাদরাসা।
উল্লেখ্য, কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দীর্ঘদিন ধরেই মাদরাসার ছাত্র উস্তাদদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। বিগত বিএনপি জোট সরকারের আমলে এ ব্যাপারে দেশব্যাপী মাদরাসা আর বোর্ডগুলোর উদ্যোগে তুমুল আন্দোলন গড়ে তোলা হয়। এমনকি শায়খুল হাদিস রাহ. দীর্ঘদিন লাগাতার অনশন করে অসুস্থ হয়ে পড়েন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতি দেয়ার ব্যাপারে উদ্যোগ নেয়। তবে এ বিষয়ে নানা জটিলতায় উদ্যোগটি থেমে যায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে কওমি সনদের স্বীকৃতি দেয়ার কথা বললে স্বীকৃতির প্রক্রিয়া আবারো সচল হতে থাকে।
আওয়ার ইসলামের সৌজন্যে