মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:০২
Home / আমল / মুহাররম ও আশুরার প্রচলিত কতিপয় বিদআত

মুহাররম ও আশুরার প্রচলিত কতিপয় বিদআত

মুহাম্মদ মুুহিউদ্দীন কাসেমী ::

%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be * ঢাল-বাজনা ও লাঠি খেলার আয়োজন করা।
* তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা।
* তাজিয়া মিছিল বের করা।
* মুহাররমের দশ তারিখে কালো জামা-কাপড় পরিধান করা বা কালো পতাকার মিছিল বের করা।
* কিছু মানুষ মুহাররমের প্রথম দশ দিন গোস্ত, মাছ ইত্যাদি খায় না বরং নিরামিষ খায়।
* কিছু মানুষ মুহাররমের প্রথম দশ দিন মাটিতে ঘুমায়।
* মুহাররম উপলক্ষে কাওয়ালী, জারি বা মুরছিয়া গাওয়ার আসর বসানো।
* শোক দিবস পালন করা।
এ কাজগুলো ইসলাম সমর্থন করে না। তাই বিদআতের অন্তর্ভুক্ত। শুধু এ কাজগুলোই নয়; বরং ইসলাম সমর্থন করে না এমন যে কোনো কাজই বিদআত ও নাজায়েযর কাতারে পড়বে। সর্বপ্রকার শিরক, বিদআত ও কুসংস্কার পরিত্যাগ করে সুন্নাহর পথে পরিচালিত হওয়া দরকার।

লেখক : আলেম ও গ্রন্থকার

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...