বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:৩৬
Home / অনুসন্ধান / ভারতের সাথে স্নায়ুগত যুদ্ধের জন্য পাকিস্তানের নতুন রোবট আবিস্কার

ভারতের সাথে স্নায়ুগত যুদ্ধের জন্য পাকিস্তানের নতুন রোবট আবিস্কার

14433043_294854727563774_3851182135942003117_nভারতের সাথে স্নায়ুগত যুদ্ধের জন্য পাকিস্তানের নতুন রোবট আবিস্কার। (ভারত ভীতু হওয়ার মূল কারণের একটি)
________________________
এটা কোন সিনেমার বানানো মিছে গল্প কাহিনী নয়।
বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারত যখন টেকনোলোজিতে উম্মাদ! ঠিক সেই মুহূর্ত পাকিস্তান নিজেদের শ্রেষ্ঠ গবেষণার ফসল রোবটটি প্রদর্শন করে ভারত-সহ পাকিস্তানের শত্রুদের তাক লাগিয়ে দিয়েছে।
——————–
চলমান সংঘাতে পুর্ণমোকাবিলা করার বদ্ধপরিকল্পনা নিয়ে বহুদিন পূবেই war robot আবিস্কার করেন।
— যার গতি সীমা প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার,
— ভারী দূরপাল্লার রাসায়নিক মিসাইল বহন করতে সক্ষম,
— তাতে বিমান বিধ্বংসী গোলাবারুদের এক অফুরন্ত সমাহার,
—  রোবটটি এন্টিমিসাইলেরও কাজ চালিয়ে যেতে পারে,
— স্যাটেলাইট নিয়ন্ত্রিত রোবটটি রানিং – জাম্পিং এবং দ্রুততার সাথে দুষমনের নিশানা সনাক্ত করতে সক্ষম,
— রোবটটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ড্রোন বিমানকে নিজের শিকারিপাখি মত মনে করে আঘাত করতে সক্ষম।
——————
তা ছাড়া ভারতের সাথে পূর্ণযুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে, জেনারেল আশফাক কায়ানী বলেন ভারতকে পরাজিত করে আমরা কাশ্মীরকে স্বাধীন করবই, ইনশাআল্লাহ!

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সিলেটের পবিত্র মাটি আবারও কলংকিত হলো রায়হানের রক্তে!

পুলিশ ফাড়িতে যুবক হত্যা: সিলেটজোড়ে চলছে রহস্য! এলাকাবাসীর প্রতিবাদ!! সিলেট নগরীতে রায়হান নামক এক যুবকের ...