বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:৪৬
Home / কওমি অঙ্গন / কওমি মাদরাসায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা প্রয়োজন

কওমি মাদরাসায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা প্রয়োজন

madarasaসালাহউদ্দীন জাহাঙ্গীর : প্রতিটা কওমি মাদরাসায় স্বতন্ত্র কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতি ২০ জন ছাত্রের অনুপাতে একটি করে কম্পিউটার। ৫০০ ছাত্র থাকলে ২৫টি কম্পিউটার, ১০০০ জনের বিপরীতে ৫০, ২০০০ জন ছাত্রের বিপরীতে থাকবে ১০০ কম্পিউটার।

এটা প্রাথমিক অনুপাত, ভবিষ্যতে এই আনুপাতিক হার কমানো হবে। ১০ জনের বিপরীতে ১টি কম্পিউটারের প্রয়োজন হবে। সুদূর ভবিষ্যতে প্রতিটি মাদরাসায় প্রতিটি ছাত্রের জন্য পারসোনাল কম্পিউটার থাকা বাধ্যতামূলক করতে হবে।

প্রযুক্তি মানেই যে গোনাহর বাকশো নয়, এ বিষয়টা আলেমদের বুঝা উচিত। তেমনি প্রযুক্তি দিয়ে যে বিশ্বব্যাপী ইসলামের খেদমত করার অবারিত সুযোগ রয়েছে— এ সত্যটাও আলেমদেরই বাস্তবে রূপায়িত করতে হবে। তবেই একদিন সমাজ পরিবর্তনের আশ্চর্য চাবিকাঠি আপনাদের হাতে আসবে।

এই প্রযুক্তির যুগে এসেও ছাত্রদের নিয়ে লেখালেখি শেখার কর্মশালা করা মানে, আবার প্রাগৈতিহাসিক প্রস্তর যুগে ফিরে যাওয়া।

১৬-০৯-২০১৬ তারিখে প্রদত্ত লেখকের ফেসবুক স্ট্যটাস থেকে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...