কমাশিসা ডেস্ক:
পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ইহা মারাত্মক ক্ষতিকর পরিস্থিতি। পানিতে মিশে নালায় ডুবায় পুকুরে গিয়ে যখন এসব রক্ত মিলবে তখন ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। তাই জনবহুল শহরে আধুনিক স্লটারিং হোম থাকা খুব জরুরি। বিশেষ করে কুরবানির সময় অস্থায়ী কিছু স্লটারিং হোম স্থাপন খুব জরুরি ছিলো। সরকার কেবল বললো নির্ধারিত স্থানে কুরবানি করতে হবে; কিন্তু রক্ত আবর্জনার সুরাহা কি ? যেমন আমাই তেমন নাতিন জামাই। যেমন সরকার তেমন জনগণ!
দুনিয়ার প্রতিটি উন্নত শহরে জবাই খানা আছে। পকেটের টাকা খরচ করে মানুষ সেখানে পশু জবাই করে আনে। গোশত বা মিট কোম্পানী গুলোরতো আধুনিক কসাইখানা আছেই। তাই যারা টেনারি ব্যবসার সাথে জড়িত বা শিল্পপতি আছেন দয়া করে আধুনিক স্লটারিং হোম বা জবাইখানা তৈরি করুন। সাথে করুন ব্যবসাও। এভাবে গোটা শহরকে রক্ত দিয়ে মরণ ফাঁদ তৈরি করতে যাইয়েন না প্লীজ।