মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৩১
Home / শিক্ষা-গবেষণা / বেওকুফির প্রগাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি ক্রমশ…

বেওকুফির প্রগাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি ক্রমশ…

সাইমুম সাদী:

12038484_10207838862913792_1286796017280822994_nঝড়ের রাতে বিষাক্ত সাপ এবং মানুষ জড়াজড়ি করে গাছের মগডালে, টিনের চালে, ভেসে চলা খড়কুটো ধরে বেচে থাকে। সাপ বুঝে এখন বাচার সময়, দুর্যোগকে মোকাবেলা করার সময়, ছোবল দেয়ার সময় নয়। বাঘও ঝড়ের তান্ডবে অচেতন মানব শিশুকে দাত দিয়ে ধরে পৌছিয়ে দেয় লোকালয়ে। কুকুর ড্রেন থেকে মা বাবার ফেলে যাওয়া সন্তানকে কামড় দিয়ে তুলে এনে মানুষের ঘরে পৌছিয়ে দেয়।

সৌর জগতের ছোট্ট একটি গ্রহের নাম পৃথিবী। এই গ্রহের মানচিত্রে বিন্দুর মত একটি দেশের অস্তিত্ব রয়েছে। সেই দেশের নাম বাংলাদেশ। এই দেশে ইসলামপন্থী পরিচয়ে কিছু মানুষ রাজনীতি করেন। এই ইসলামপন্থীরা সাপ, কুকুর, বাঘ যা বুঝে তারা তাও বুঝেন না।

কুদরত ক্ষমতা দেয়ার জন্য কিছু অত্যাবশ্যকীয় গুণাবলীর উল্লেখ করেছেন পবিত্র কুরআনুল কারীমে। কোথাও বেওকুফদেরকে ক্ষমতা দিবেন এমন কোন প্রতিশ্রুতি পাইনি।

বেওকুফির প্রগাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি ক্রমশ…

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...