সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:১৭
Home / খোলা জানালা / রসগুল্লা হুজুর!!!

রসগুল্লা হুজুর!!!

এহতেশামুল হক্ব ক্বাসেমী,

11954603_747562195372618_7052599519899832938_n” যেসব আলেম-উলামা রাজনীতি করেন না, তারা রসগুল্লা হুজুর”। বললেন, জমিয়তের এক বড় নেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক। নেতাজীর কথা চরম সত্য এবং এটি একটি সুন্দর অনুপম উপমাও বটে। তবে কথাটি সবার শানে বা ব্যাপকহারে প্রযোজ্য নয়। শুধু তাঁদের ক্ষেত্রেই বলা যাবে,যাদের হৃদয়াকাশ নূরে নবুওয়তে ভরপূর ও ইলমে ওহীর রশে টইটুম্বর। যারা হরদম ইলমী সাধনায় থাকেন ব্যস্ত। কতুববীনীতে থাকে তাদের সমূহঅঙ্গ ন্যস্ত। তালীম- তারবিয়্যাত থাকেন মাশগুল। ব্যক্তি গঠনে থাকেন পরমব্যস্ত। তাদেরকেই ‘রশগুল্লা’ বলা যেতে পারে।

এখন হজরতের দরবারে আমাদের প্রশ্নঃ

( ১) যেসব আলেম উলামা রাজনীতি করেন, কিন্তু ঠিকমত নামাজ পড়েন না, আমলের দ্বারস্থ হন ননা, তাদেরকে আপনি কী বলবেন? (২) যারা রাজনীতি করেন আর মূখে আকাবির আকাবির বলে ফেনা তুলেন, কিন্তু আকাবিরের কোনো আদর্শই তাদের মাঝে পাওয়া যায় না, তাদেরকে আপনি কী উপাধি দেবেন?

(৩) যারা রাজনীতি করেন আর পদ নিয়ে টানাটানি করেন এবং স্বর্থের পিছনে পড়ে থাকেন, তাদের ব্যাপারে আপনি কী বলবেন?

(৪) যেসব আলেম উলামা ওয়াজ করেন আর চুক্তি করে পকেট ভরতি করেন, তাদেরকে আপনি কী বিশেষণ দেবেন?

(৫) যারা রাজনীতি করেন কিন্তু পরমতসহিষ্ণু হতে পারেন না, হিংসার অনলে দগ্ধ হতে থাকেন, তাদের সম্পর্কে আপনার মন্তব্য কী?

(৬) যারা রাজনীতি করেন আর নিজেকে জাহির করায় ব্যস্ত থাকেন, সকল কাজে দুইনম্বরী করেন, তাদেরকে আপনি কী বলবেন?

(৭) যারা ইমামতি বা মাদরাসা পরিচালনা করেন আর আওয়ামুন নাসের পূজা করতে থাকেন, তাদেরকে আপনি কী বলবেন?

(৮) যারা নিজেরা রাজনীতি করেন আর তালিবে ইলিমদেরকেও প্রচলিত ছাত্ররাজনীতির প্রতি উৎসাহিত করে তাদের মেধা ও যোগ্যতার বারোটা বাজান, তাদেরকে আপনি কী বলবেন?

(৯) যারা রাজনীতিকেই পুরা দ্বীন সমজেন বা দাওয়াতী মিশনের মাঝেই ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেন, তাদেরকে আপনি কী বলবেন?

(১০) যারা সর্বদাই পেটের ফিকিরে ব্যস্ত থাকেন, আওয়াম থেকে আনতে আর খাইতে জানেন, কিন্তু তাদেরকে দ্বনী বা দুনিয়াবী কিছুই দিতে পারেন না, তাদেরকে আপনি কী বলবেন?

তিলকা আশারাতুন কামিলাহ!
আশাকরি এই দশগ্রুপের প্রত্যেককেও একেকটা উপাধি হযরতের তরফ থেকে উপহার দেবেন! অপক্ষায় রইলাম।

লেখক: মুহাদ্দিস, ইসলামি চিন্তাবীদ ও আদর্শ শিক্ষক

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কে সেই আনাস মাদানি? কি তার পরিচয়?

কমাশিসা ডেস্ক: ১৬ সেপ্টেম্বের ২০২০ইং ঘটনার সুত্রপাত। বাংলাদেশের প্রাচিনতম ও বৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম ...