শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:২০
Home / কওমি অঙ্গন / পিতার অযোগ্য সন্তানদের বিলাপ !

পিতার অযোগ্য সন্তানদের বিলাপ !

1. akser santanখতিব তাজুল ইসলাম : মদীনার খেজুর গাছে অধিক ফলনের জন্য সাহাবায়ে কেরাম খেজুর রেণুর অদলবদল করতেন। প্রিয় রাহবর তা দেখে বারণ করে বললেন যা হবার আল্লাহর হুকুমে হবে।

খেজুরের ফলন এবার ভাল হল না। রাহমাতুল্লিল আ’লামীন বললেন না তোমরা আগে যা করতে তাই করো।
কারণ এসব বিষয়ে আমার কথা মানা জরুরি নয়।

আচ্ছা আমাদের সংস্কার স্বীকৃতি বিষয়ে বর্তমান প্রবীণদের মতের উল্টো যেতে পারবো না বলে যারা আদব বেআদবের কাহিনী টানেন তারা কি আখলাকে নবুয়ত বুঝতে অপারগ ?

পিতার অযোগ্য সন্তানরাই কেবল বলে বেড়ায় – আব্বার রেখে যাওয়া ধন এক ইঞ্চি বাড়াবো না। যে ঘর যে বারান্দা যে পুকুর যে বাশের টয়লেট তা পরিবর্তন মানে পিতার অপমান ?

তাকি উসমানি মাদানী থানভি মুফতি শফি নদভী উনারা কি আমাদের আকাবির নন? কোথা থেকে যে নব্য উজবক আকাবির আবিষ্কার হলো আল্লাহ তায়ালা ভাল জানেন!

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...