আতিকুর রহমান : ১৯১৬ সালের দুর্লভ এক ছবি। অস্ট্রিয়ার রাজা তার স্ত্রী ও সন্তানসহ হেটে যাচ্ছেন, তার স্ত্রী বোরকা পরিহিত। রানী বোরকা এ জন্যই পড়েছেন যেন তাঁকে রাজা ছাড়া সাধারণেরা কেউ দেখতে না পারে। এটাই ছিল বোরকা পড়ার উদ্দেশ্য।
সুবহান আল্লাহ, ইসলাম প্রতিটি নারীকে রানীর মর্যাদা দান করেছে। নারীকে শুধু তারাই দেখতে পারবে যারা নারীর মাহরাম অর্থাৎ তাঁর স্বামী, তাঁর সন্তান ও অন্যরা যাদের আল্লাহ তা’আলা অনুমতি দান করেছেন। নারীর উলঙ্গতার পরিণাম নারীর অপদস্থতা। নারীর উলঙ্গতা মানে নারীকে ভোগের সামগ্রী বানানো, নারীকে পণ্যে রূপান্তর করা।
সংগ্রহ : ১৮-০৮-২০১৬ প্রদত্ত লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে