বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:০৬
Home / আমল / হাসি সম্পর্কে কী বলেছে ইসলাম

হাসি সম্পর্কে কী বলেছে ইসলাম

Handshek-1 মাওলানা লিসানুল হক : শামায়েলে রাসূল সঃ এর হাসি সম্পর্কে বলা হয়েছে: وإذا فرح غض طرفه،جل ضحكه التبسم،يقتر عن مثل حب الغمام.
অর্থাৎ সুন্দর শুভ্র দন্ত মোবারকে হাসতেন ৷ শীতল সাদা মেঘের টুকরো যেন ৷ যেন মুক্তা ৷

সঠিক সময়ে সঠিক জায়গায় হাসি প্রশংসনীয় ৷ কারণ হাসি মানুষেরই বৈশিষ্ট্য ৷

কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন: وأنه هو أضحك وأبكي.وأنه هو أمات وأحيي
এ আয়াতে হাসিকে জীবনের সাথে এবং কান্নাকে মৃত্যুর সমতুল্য হিসেবে এনেছেন ৷

আল্লাহ তো নিজেকে কোনো কুৎসিত বিষয়ের সাথে সম্বন্ধযুক্ত করেন না ৷ আর বান্দাকে কোনো অসম্পূর্ণ বস্তুও দান করেন না ৷
জন্মের পর মানবদেহের গঠন ও বৃদ্ধিতে হাসি বিশেষ উপাদান ৷ কারণ, শিশু থেকে প্রথম যে কল্যাণময় জিনিসটি প্রকাশ পায় সেটা হাসি ৷ এর দ্বারা সে প্রসন্নতা লাভ করে ৷ দেহে চর্বি বাড়ে ৷ রক্তের বৃদ্ধি ঘটে যেটা তার খুশির কারণ ও শক্তির মূল ৷

কবি দারুণ বলেছেন : وعند الشر مطراق عبوس    *  ضحوك السن إن نطقوا بخير
হাসির নির্দিষ্ট জায়গা ও সীমা রয়েছে ৷ রসিকতার নির্দিষ্ট জায়গাও সীমা রয়েছে ৷ বাড়ালে বা কমালে উভয় অবস্থায় জ্ঞানী লোকের সমূহ ক্ষতির সম্ভাবনা বিদ্যমান ৷

নির্দিষ্ট পরিমাণে হাসি নিন্দনীয় নয় ৷ নির্দিষ্ট পরিমাণে রসিকতাও নিন্দনীয় নয় ৷
বরং তখন হাসি হবে সম্মান আর রসিকতা হবে সম্ভ্রম ৷ হাদিসে এসেছে : كان رسول الله صلي الله عليه وسلم دائم البِشرঅর্থাৎ রাসূল সঃ মানুষের সাথে সদা হাসিমুখ থাকতেন ৷

জানাযার মাঠে, জিকিরের মজলিসে, বড়দের মজলিসে, শ্রেণিকক্ষে হাসাহাসি নিন্দনীয় ৷
كثرة الضحك تميت القلب
অতিরিক্ত হাসি ঠাট্টা অন্তরের মৃত্যু ডেকে আনে ৷

মনে রাখবেন জ্ঞানী লোকের রসিকতায়ও জ্ঞান থাকে ৷ আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহঃ আছরের পর দরস দিচ্ছিলেন ৷ কিছুক্ষণ পর আচমকা কিতাব বন্ধ করে বললেন, শামসুদ্দিন যখন চলে গেছে আজকে আর ক্লাস হবে না ৷ ছাত্ররা সবাই হতবাক হয়ে একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়ি করতে লাগলো ৷ কারণ তাদের ক্লাসে শামসুদ্দিন বলে কেউ নেই ৷ হযরত তাদের অবস্থা দেখে বললেন, আরে মূর্খরা দেখতে পাচ্ছো না সূর্য ডুবতে চলেছে? (আরবিতে শামস অর্থ সূর্য) ৷

হাদীসে আছে: إن من المعروف أن تلقي أخاك بوجه طلق

ভাই বা বন্ধুর সাথে হাসিমুখে সাক্ষাত করাও ভালো কাজ ৷ অন্য হাদীসে সদকাও বলা হয়েছে ৷ অতএব, সুন্দর মন ভোলানো মুচকি হাসির অনুশীলন করুন ৷ কপট হাসি বর্জন করুন ৷৷

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সম্মিলিত বোর্ডের দাওরায়ে হাদীসের পরীক্ষার রুটিন প্রকাশ

কমাশিসা ডেস্ক:: কওমি শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষিত হওয়ার পর দ্বিতীয বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ...