বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:২৫
Home / আমল / হাসি বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ

হাসি বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ

Childলিসানুল হক : আগে ভাবুন, তারপর আয়নার সামনে হাসুন দেখুন কেমন লাগে। হাসি ব্যক্তিত্ব চেনার ও প্রকাশের এক শক্তিশালী মাধ্যম জগতে যতজন মানুষ ততো প্রকারের হাসি ৷ ইসলামে হাসি তিন প্রকার: তাবাসসুম, জেহেক, কাহকাহা ৷ অর্থাৎ, মুচকি, দাঁত দেখানো হাসি ও অট্টহাসি ৷

মৌলিকভাবে হাসি যদিও তিন প্রকার, কিন্তু হাসির ধরন ও সৌন্দর্য নিয়ে প্রকার আছে অনেক ৷ যারা হাসি বিষয়টাকে হাস্যকর ভাবেন তারা কিছুটা নির্বোধ ৷ কখনো কখনো পুরোটাই নির্বোধ ৷ কারণ, হাসির বিষয়ে কুরআনে কারীমও সরব ৷ হাদীস শরীফও সরব ৷ জ্ঞানীরাও সচেতন ৷

হাসি বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ৷ হাসির সৌন্দর্য তার চেয়ে বড় অনুগ্রহ ৷ হাসি আর কান্না দু’টিরই সৌন্দর্য আছে ৷ কদর্য হলে হেরে যেতে পারেন মুহূর্তেই ৷ খাটো হয়ে যেতে পারেন অন্যের চোখে ৷ হাসি একটি আর্ট ৷ জন্মগতভাবে পেলে ভালো, না হয় অনুশীলন করা বাঞ্ছনীয় ৷ হাসি নিয়ে মানুষের নামও রাখা হয় আরবে ৷ যথা: বাসসাম, তাবাসসুম, মুবতাসিম, বাসিম, জাহহাক (একজন হাফিজুল হাদীসের নাম) ৷

তিন হাসির মধ্যে মুচকি হাসিই সেরা ৷ তবে সীমাহীন অর্থবোধক ৷

১. রহস্যপূর্ণ হাসি ৷ দারুণ দুর্বোধ্য ৷ পত্রিকায় পড়েছিলাম ভ্লাদিমির পুতিনকে সাংবাদিকরা শুধু একবারই হাসতে দেখেছিল ৷ তাও খুব ক্ষীণ ৷ রহস্যপূর্ণ হাসি বুঝতে আপনার অনেক বেগ পেতে হবে ৷
২. দুঃখের হাসি ৷ দৃষ্টি মলিন ৷ কখনো কখনো চক্ষু সজল ৷ ঠোঁটের কোণে একটুকরো হাসি হঠাৎ ফোটে উঠে নিমেষেই মিলিয়ে যায় ৷ অনুধাবন করতে সক্ষম না হলে ব্যথীর সমব্যথী হতে আপনি পারবেন না ৷
৩. সুখের হাসি ৷ কখনো মনের আনন্দে ৷ কখনো প্রাপ্তির আনন্দে ৷ কখনো মিলনের সুখে ৷ কখনো আপনজনের সাক্ষাতে ৷ এটা কখনো কখনো মুচকি থেকে জেহেক, জেহেক থেকে অট্টহাসিতে রূপ নেয় ৷
৪. অট্টহাসির একটা অংশ অধিকাংশ অত্যাচারী, সন্ত্রাসী, দুর্বলের উপর সবলের বল প্রয়োগ করার সময় প্রভুত্বের আনন্দে হাসে ৷
৫. কুটিল হাসি ৷ শঠ, কপট, ঠগবাজ, প্রতারক ও মুনাফিকরা দেয় ৷ মনের গোপন পরিকল্পনার ফাঁদে কাউকে ফাঁসাতে পারলে বা ভবিষ্যতে ফাঁসানোর অসদিচ্ছা থাকলে ৷
৬.  রসিকতার হাসি ৷ কোনো অর্থ নেই ৷ কেবলই রসিকতা ৷ হিহিহি হাহাহা হুহুহু!
৭. গম্ভীর হাসি ৷ গম্ভীর মানুষের গম্ভীর চেহারায় ভারি হাসি ৷ এরা আনন্দে বিষাদে একইরকম হাসি দেয় ৷ বোঝা কষ্টকর ৷
৮. সরল হাসি ৷ সরল লোকের সাদাসিধে হাসি ৷ এরা হাসিতে মনের কথাটা পরিষ্কার করে বলে দেয় ৷ এ কারণে এরা কষ্টও বেশি পায় ৷
৯. বিষণ্ণ হাসি ৷ বিষাদে যখন কান্নার জন্যে চোখে আর জল থাকে না ৷ কাউকে বুঝানোর মতো পরিবেশ আর থাকে না তখন বিষণ্ণতার হাসিই বিষণ্ণ লোকের সঙ্গী ৷
১০. আবেদনের হাসি ৷ প্রেম ও আকর্ষণের পূর্ণরূপ হাসি ৷ ভালো আর মন্দ উভয়টি প্রকাশ পায় ৷ যে ভুল বুঝে সে ঘৃণা করে ৷ যে ঠিক বুঝে সে সম্মতির হাসি দেয় ৷
১১. সন্তুষ্টির হাসি ৷ সবাই বুঝে ৷
১২. অসন্তুষ্টির হাসি ৷ রাগে হাসে ঠোঁটের কোণে ৷
১৩. আনন্দ দানের আদরের হাসি ৷ বাচ্চাদের প্রতি বড়দের হাসি ৷
১৪. দুষ্টু হাসি ৷ পতি ও পত্নীর পারষ্পরিক টান বাড়লে যে হাসি দেয় ৷
১৫. তাজ্জবের হাসি ৷ বিস্মিত হয়ে যে হাসি দেয় ৷
১৬. অপারগতা ও অক্ষমতার হাসি ৷ এতোটা কাছে যে, ছোঁয়া যায় ৷ কিন্তু ছুঁতে পারে না ৷ মর্মে জমা থাকে বলার মতন অনেক কথা ৷ কিন্তু সেসব কথা ভাষা পায় না ৷ ব্যক্ত করার সাধ্য থাকে না ৷ তখন উদ্দিষ্ট কেউ সকাশে দাঁড়ালে প্রকাশে অক্ষমতার যে হাসি দেয় ৷ এ হাসিটা বড় করুণ ৷ চোখে ব্যথার ছাপ স্পষ্ট ৷ ঠোঁট কামড়ে তবু হাসে ৷
১৭. সুক্ষ্ম হাসি ৷ বিদ্যুৎ বেগে আসে বিদ্যুৎ বেগে হারিয়ে যায় ৷ এমন হাসির মর্ম কিন্তু বোঝা বড় দায় ৷
সুন্দর হাসির অনুশীলন করুন ৷ এটা ইবাদাত ৷৷

সংগ্রহ : ১৩ আগস্ট প্রদত্ত লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সম্মিলিত বোর্ডের দাওরায়ে হাদীসের পরীক্ষার রুটিন প্রকাশ

কমাশিসা ডেস্ক:: কওমি শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষিত হওয়ার পর দ্বিতীয বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ...