শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:১৪
Home / আন্তর্জাতিক / চীনে ইসলাম, সাদ্দাম, জিহাদ ইত্যাদি নামে নিষেধাজ্ঞা

চীনে ইসলাম, সাদ্দাম, জিহাদ ইত্যাদি নামে নিষেধাজ্ঞা

সাদ্দাম, জিহাদ, ইসলামসহ ৬০টি নাম উস্কানিমূলক ঘোষণা করে চীনে নিষিদ্ধ করা হলো এসব নাম রাখা। এখন থেকে চীনে ইসলামি এসব নাম রাখা যাবে না । এমনই নির্দেশ দিল চীনা সরকার।

যদিও চীন কখনও সেভাবে সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হয়নি তবে আইএস যে সেদেশে ঢোকার চেষ্টা করছে, সেটা মনে করছেন চীনা গোয়েন্দারা। তাই ইসলামি ভাবধারাকে কঠোর হাতে দমন করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, অনেকেই সে দেশে শিশুদের ‘‌জিহাদ’‌, ‘‌সাদ্দাম’‌ ইত্যাদির মতো সন্দেহজনক নাম রাখছেন। সেই সমস্ত শিশুদের যখন জন্মের সণদপত্র বানানো হচ্ছে বা তাদের স্কুলে ভর্তি করা হচ্ছে, তখন অনেকেই তাদের সন্দেহের চোখে দেখছে।

চীনা গোয়েন্দাদের মতে, ইচ্ছাকৃতভাবে এই সব নাম রাখা হচ্ছে, যাতে মুসলিম মৌলবাদকে পরোক্ষভাবে উস্কানি দেওয়া যায়। চীনের শিনজিয়াং প্রদেশের এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘এ রকম উস্কানিমূলক নাম নিয়ে একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা বিষয়টির ওপরে নজর রাখছিলাম। কারও ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে না। শুধু দেশের পরিবেশকে স্বভাবিক রাখতেই এই প্রচেষ্টা করা হচ্ছে। ’‌ ‌‌

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিশ্ব ইজতেমায় গেলে কি হজ্বের সওয়াব মিলে?

খতিব তাজুল ইসলাম: তাবলীগ জামাতের সংকট ও কয়েকটি প্রশ্ন? তাবলীগ জামাত নিয়ে যে সংকট সেটা ...