ইলিয়াস মশহুদ :: সে অনেক আগের কাহিনী। আরবের একজন মহৎ ও দানশীল ব্যক্তির একটি বাগান ছিল। বাগানটি ফলে ফুলে ভরপুর থাকতো। ফল পাড়ার দিন বাগানের মালিক গরিব-দু:খিদের দাওয়াত করতেন। তাদেরকে উৎফুল্ল মনে ফল বিলিয়ে দিতেন। দানশীল আল্লাহওয়ালা এই মানুষটি উদারচিত্তে দান করতেন- এই যে তিনি গরিব-দুঃখিদের মাঝে বাগানের তরতাজা ফল ...
বিস্তারিত