তাঁর সহপাঠি সকলকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যার সাথে গুম ও আঁততায়িদের হাতে হত্যাকাণ্ড ছিলো স্বাভাবিক ব্যাপার। আতাতুর্কের বিপ্লবী সন্ত্রাস বাহিনী গোটা জনপদ চষে কায়েম করেছিলো খুনের রাজত্ব। কিন্তু তিনি যেন অলৌকিকভাবে বেঁচে গেলেন। যুদ্ধ পরিচালনার সময় রুশদের হাতে বন্দী হন। সেখানে প্রাণদণ্ড পেয়েও রেহাই পান। কামাল আতাতুর্ক ও তার ...
বিস্তারিত