বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, মরহুম শায়খুল হাদিস আল্লামা নেজাম উদ্দিন (রঃ)ছিলেন একজন দেশ প্রেমিক।ইসলামের দাওয়াত নিয়েই তিনি সারা জীবন কাটিয়েছেন। ইসলাম ও খেলাফত প্রতিষ্ঠাই ছিল তাঁর কর্মময় জীবনের প্রধান কাজ। ঢাকার একটি মাহফিলে খেলাফত প্রতিষ্ঠায় বক্তব্য রাখতে গিয়েই তিনি ইনে-কাল করেছেন। পৃথিবীতে এরূপ ঘটনা বিরল। বলা যায় নেজাম উদ্দিন (রঃ) নিঃসন্দেহে একজন বুজুর্গ ও ওলি ছিলেন।
রোববার বিকেলে ছাতক শহরের রওশন কমপ্লেক্সে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আল্লামা নেজাম উদ্দিন(রঃ) স্বরণে আলোচনা ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন ও ছাত্রনেতা মুহিবুর রহমান উসমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান আরো বলেন, খেলাফত রাষ্ট্র ব্যবস’া ছাড়া সমাজের শানti- ও সাধারন মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে পড়েছে। নারী প্রধানমন্ত্রীর দেশে নারীদের ইজ্জত নিয়ে চলছে ছিনিমিনি খেলা। এদেশে মা-বোনের ইজ্জত আর রক্ষা করা যাচ্ছেনা। কাজেই সরকারের উচিৎ ক্ষমতা ছেড়ে চলে যাওয়া। সময়ে-সময়ে দেশে নাসtiক-মুরতাদদের আবিস্কার করানো হয়। এই ছাতকেও দুই নাসtiকের আবির্ভাব ঘটেছে। এদের শাসtiর দাবী জানিয়ে তিনি বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকী হজ্ব নিয়ে কটাক্ষ করায় দুনিয়াতে তার বেইজ্জতি কম হয়নি। আখেরাতে তার জন্য আরো ভয়াবহ শাসti ও বেইজ্জতি রয়েছে। ছাতক উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত আলোচনা ও শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা বদিউজ্জামান, সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, খেলাফত মজলিস জেদ্দা মহানগর শাখার সাধারন সম্পাদক হাফিজ আক্তার হোসেন চৌধুরী, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, সিলেট মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস। বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার বায়তুল মাল সম্পাদক কাজী জুনায়েদ আহমদ, সুনামগঞ্জ জেলা সাধারন সম্পাদক মাওলানা সাহিদ আহমদ, সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, ছাতক পৌর শাখার সভাপতি হাফিজ মাওলানা ফয়জুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাশুক আহমদ, মাওলানা সফিকুর রহমান, কবির আহমদ, হাফিজ রশীদ আহমদ, আজিমুল ইসলাম সেলিম, আলী আসগর প্রমূখ। প্রেস নিউজ।
বার্তা প্রেরক:
মাওলানা ফারুক আহমদ
প্রচার সম্পাদক বাংলাদেশ খেলাফত, মজলিস জকিগঞ্জ উপজেলা