শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:৩২
Home / শিক্ষাঙ্গন / ভাষা আন্দোলনের ডাক!

ভাষা আন্দোলনের ডাক!

এহতেশামুল হ্ক্ব ক্বাসেমী

11350826_754963851299119_4405926085261464509_nসিলটের মাতৃভাতৃভাষা নাগরী। রাষ্ট্রীয়ভাষা বাংলা। যারা বাংলা ভাষায় কথা বলেন তারা বাঙ্গালী। আর যারা নাগরী ভাষায় কথা বলেন তারা সিলেটী, বাংলাদেশী। হজরত শাহজালাল মুজাররাদে ইয়ামানীর আগমনের মধ্য দিয়ে নাগরী ভাষার বিকাশ ঘটে। এভাষার ইতিহাস একদিকে বড়ই উজ্জ্বল। অন্যদিকে বড়ই করুণ! মুসলমানদের হাতেই তার জন্ম। এর রয়েছে নিজস্ব হরফ ও বর্ণ। রচিত হয়েছে এভাষায় শত শত কিতাব। অজস্র পংতি ও পূঁথি। তবে এটা চরম এক মাযলূম ভাষা। ভিন্নভাষার আগ্রাসনে নাগরী ভাষা আজ নির্বাসনে। তাকে উদ্ধার করা বৃহত্তর সিলেটবাসীর উপর লাযেম অত্যাবশ্যক। সময়ের দাবীও বটে। নতুবা ভাষার মত এক মহান নেয়ামতের বেকদরী ও নাশুকরীর দায়ে পরকালে আদালতের কাটগড়ায় আমাদের কে অবশ্যই দাঁড়াতে হবে। তাই দায় এড়াতে শুরু করতে হবে আরেকটি ভাষা আন্দোলন। শ্লোগাণ দিতে হবে ” রাষ্ট্রভাষা নাগরী চাই”।12002831_755198104609027_8649401702033353172_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

পুলিশি নির্যাতনে হত্যার বিচার চাইবেন কার কাছে?

ডক্টর তুহিন মালিক: (১) মাত্র ১০ হাজার টাকার জন্য সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে রাতভর নির্যাতন ...