রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:১৬
Home / এশিয়া / বাদশাহ সালমান ও প্রেসিডেন্ট সিসি : গালে চুমু এবং নতুন যুগে সৌদী …

বাদশাহ সালমান ও প্রেসিডেন্ট সিসি : গালে চুমু এবং নতুন যুগে সৌদী …

12963373_1709052642671124_42289529792703277_nলাবীব আব্দুল্লাহ ::

মুসলিম বিশ্বে বাক স্বাধীনতা কম৷ রাজনীতির সুযোগও কম৷ আরব বিশ্বের দিকে তাকালেই প্রমান মিলবে৷ চিন্তার স্বাধীনতাও নেই৷ বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতার অর্থ ইসলামের বিরোধীতার স্বাধীনতা নয়৷ রাজনীতি বিষয়ে কথা বলা ও রাজনীতি নিয়ে চিন্তার স্বাধীনতা৷
আরব বসন্তের পর মনে হয়েছিলো জনতা স্বাধীনভাবে মতামত দিয়ে শাসক নির্বাচন করবে৷ কিন্তু সিসির মতো শাসক আরব বসন্তের ফল৷ হোসনী মেবারকের পথেই মিসর৷ তিউনিসিয়ায় নামে গনতন্ত্র৷ ইসলামী রাজনীতি সেখানে গনতন্ত্রের বাক্সবন্দী৷ আরব বসন্তের পর ইঁযামানে গৃহযুদ্ধ৷ বিধ্বস্ত সিরিয়া৷ পশ্চিমা ভার্সনে জেহাদের নামে গ্রুপ তৈয়ার হয় তাহারা লকব পায় সন্ত্রাসীর এবং সন্ত্রাস দমনের নামে গমন সেইসব দেশে৷ নব্বইয়ের দশকে ইরাক কুয়েত নাটক করে মধ্যপ্রাচ্যে এসেছে পশ্চিমের জামাই৷ ঘর জামাই৷ ধর্ষিতা আরব জাহান৷ কিছু বললেই সন্ত্রাসী তকমা উপহার৷
কথিত গনতন্ত্র কিন্তু মুসলিম বিশ্বে ছিনতাই হয়৷ গনতন্ত্র তনু হয়ে ওঠে৷ ফেলানী হয় ইসলামপন্থীরা৷
মুসলিম বিশ্বের শিক্ষানীতিও তনু ও ফেলানী বা রাজন৷ মুসলিমরা স্বাধীনভাবে কিছু শিখতেও পারবে না৷ পশ্চিমা সভ্যতা হলো কানা দাজ্জাল৷ যা বলবে তাই করবে এবং তাহবে তাদের মতো করে৷ এই দাজ্জালের বাহন হলো মিডিয়া৷ সে তিলকে তাল বানাবে৷
প্রেসিডেন্ট মুরসীকে হটিয়ে আবদুল ফাত্তাহ সিসি ক্ষমতা দখল করে ছোট ফেরাউন হয়ে বসেছে মিসরে৷ মুরসী জিন্দানখানায়৷ খতম করা হচ্ছে যারা ইখওয়ানী হিসেবে পরিচিত৷
সবার এজেন্ডা এক কোথাও যেন ইসলাম বিজয়ী না হতে পারে৷ সিসি সফলভাবে তার দেশের মোল্লাদের নিয়ন্ত্রণ করে৷ তুরস্কে ইসলামী রাজনীতির আবহাওয়া ভালো৷ তবে সেখানেও প্রতিযোগীতা ইউরোপের কাছে থাকার৷ ইসরাইলকে হাতে রাখতে হয় বা ইসলাইলের হাতে থাকতে হয়৷ তুর্কী খেলাফত ফিরিয়ে আনা সে তো দিল্লি হুনূজ দূর আস্ত৷

12938262_1709052699337785_5929904441701520187_nদুই
সৌদী আরবে নরেন্দ্র মোদী সংবর্ধিত৷ তাওহীদ ও বিপরীত চিন্তার কত উদারতা! আব্দেল ফাত্তাহ গালে আরবী চুমু দিলো সৌদীতে গিয়ে৷ বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মিসর সফরে৷ পাঁচ দিনের সফরে৷ কায়রো বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি দিয়েছে সালমানকে৷ সালমানকে অভাবনীয় রাজকীয় সংবর্ধণা৷ সাথে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবং সৌদীর শীর্ষ ব্যাক্তিত্বদের বহর৷ লোহিত সাগরে ব্রিজ হবে৷ বিশ মাইল দীর্ঘ৷ সেতু বন্ধন সৌদী – মিসর৷
বাদশাহ সালমান সামরিক জোট করছেন৷ সন্ত্রাস দমন করবেন৷ এটি কি সন্ত্রাসের আমেরিকান ভার্সন না রাশিয়ার?
সৌদী আরব মনে হচ্ছে নতুন যুগে৷ শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহহাব রহ এবং আলে সৌদের পথ কি ঠিক থাকবে না নতুন পথ রচিত হবে সময়ই বলে দেবে৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...