বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:১৯
Home / কওমি অঙ্গন / ইরান যাচ্ছেন বাংলাদেশী দুই হাফেজে কুরআন

ইরান যাচ্ছেন বাংলাদেশী দুই হাফেজে কুরআন

hafez-tanveer20160401164405-400x220
অনলাইন ডেস্ক :: মে মাসের প্রথম সপ্তাহে ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশী প্রতিনিধিদের নির্বাচন করা হয়েছে। প্রতিনিধিদলের একজন হলেন জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন। তার বয়স ১৮ বছর। অন্যজন হাফেজ শরিফ আল আমিন সিদ্দিকি। তার বয়সও ১৮ বছর।
তারা উভয়ই হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীর (৩০৬ উত্তর দনিয়া, কাজলা) মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।
জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন।
হাফেজ শরিফ আল আমিন সিদ্দিকি ২০১৫ সালে পবিত্র রমজান মাসে বেসরকারি টেলিভিশন আরটিভির ‘আলোকিত কুরআন’ অনুষ্ঠানে বিজয়ী হয়েছিলেন।
উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে আগামী ১ মে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ৭ মে পর্যন্ত। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও প্রায় ৬৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
১৯৮১ সাল থেকে ইরানে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। গোটা বিশ্বে পবিত্র কুরআনের সমৃদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দেয়া এবং কুরআনে কারিমের চর্চা বাড়ানোই এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থসহ নানা পুরস্কার দেয়া হয়। বিজ্ঞপ্তি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...