রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:২৪
Home / আমল / মিশা সওদাগর ও রুবেল হুসেন তিন দিনের তাবলীগে বসন্ধুরা মাদরাসায়!

মিশা সওদাগর ও রুবেল হুসেন তিন দিনের তাবলীগে বসন্ধুরা মাদরাসায়!

936585_1686127141657332_2345781539503338876_nকমাশিসা ডেস্ক :: আলহামদুলিল্লাহ্‌! বাংলা চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর ও বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার মোহাম্মদ রুবেল হুসেন দুজনই বর্তমানে তিন দিনের তাবলীগে বসন্ধুরা মাদরাসা মসজিদে আছেন। মিশা সওদাগর কথা দিয়েছেন, উনি উনার ছোট ছেলেকে মাদরাসায় দেবেন।
এছাড়াও উল্লেখ্য যে, মিশা সওদাগরের ওয়াইফ উওরা এক মহিলা মাদরাসায় শিক্ষকতা করেন।
দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ইসলামের সহীহ বুঝ দান করেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...