মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:১৬
Home / ফিকহ / দরসে ফিকাহ – কুরবানীর পশু প্রসংগে

দরসে ফিকাহ – কুরবানীর পশু প্রসংগে

লিখেছেন: শাইখ বা্হাউল ইসলাম

adhaপ্রশ্ন :-কুরবানীর পশু থেকে জবাইয়ের পুর্বে কি উপকৃত হওয়া জায়েয ?
উত্তর:-কুরবানীর পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েয নয়। যেমন হালচাষ করা, আরোহণ করা, দুধ দোহন করা পশম কাটা ইত্যাদি।সুতরাং কুরবানীর পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হালচাষের মূল্য দুধের মুল্য ইত্যাদি সাদকা করতে হবে।
والله اعلم بالصواب
মুসনাদে আহমদ ২/১৪৬, ইলাউস সুনান ১৭/২৭৭, কাযীখান ৩/৩৫৪, আলমগীরী ৫/৩০০

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা শবে বরাতের আভিধানিক অর্থ অনুসন্ধান: শব ফারসি শব্দ। অর্থ ...