বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৩২
Home / দেশ-বিদেশ / পঙ্গু-অসহায়দের মাঝে ব্যাপক হুইল চেয়ার বিতরণ কর্মসুচি বাস্তবায়ন

পঙ্গু-অসহায়দের মাঝে ব্যাপক হুইল চেয়ার বিতরণ কর্মসুচি বাস্তবায়ন

12112351_414644658746549_4726216056733877938_nকমাশিসা ডেস্ক : অদ্য মঙ্গলবার ১৩ অক্টোবর ২০১৫ সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সিলেট বালাগঞ্জ বোয়ালজুড় ইউনিয়নাধীন জামেয়া নুরানিয়া ইসলামিয়া প্রাঙ্গনে বিশিষ্ট্য আইনবিদ, ইসলামি চিন্তাবিদ, টিভি ভাষ্যকার, আলেম সমাজের গৌরব গরীব এন্ড ট্রাস্ট ফান্ডের সম্মানিত ফাউন্ডার শাইখ সালেহ হামিদী স্বয়ং উপস্থিত থেকে গরীব অসহায় পঙ্গুদের মাঝে হুইল চেয়ার কর্মসুচি বাস্তবায়ন করছেন। আমাদের স্থানীয় সংবাদাতা জানান, শত শত এলাকা বাসির উপস্থিতিতে এবং বালাগঞ্জের নেতৃস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতার মাধ্যমে কর্মসূচি অত্যন্ত সফল ভাবে আঞ্জাম দেয়া হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুশতাকুর রাহমান মফুর তার প্রতিক্রিয়ায় বলেন মাওলানা সালেহ হামিদী এক অসাধারণ ব্যক্তিত্ব। মানব সেবার এই কর্মসুচি আরো বেগবান হউক এবং আগামিতেও অত্র এলাকার দিকে সদয় দৃষ্টি রাখার জন্য তাকে অনুরোধ জানানো হয়।12079547_1637102953235366_8636724803142362472_n

জামেয়া নুরানিয়ার ইসলামিয়ার সম্মানিত শিক্ষক বৃন্দ ছাত্র ও অভিভাবক সবাই মিলে স্বেচ্ছায় কর্মসুচিকে সফল করে তুলেন। বালাগঞ্জ ইনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপস্থিত ছিলেন।
হজরত মাওলানা শাইখ সালেহ হামিদী উম্মাহর চেতনা। আলেম সমাজের প্রস্ফুটিত নক্ষত্র। আমরা তাঁর জন্য দোয়া করি…
হে আল্লাহ ! আপনি তাহার কল্যাণ করুন। তাঁর এই মিশন বিশ্বময় ছড়িয়ে পড়ুক। কবুল হউক বদর উহুদ খন্দকের মতো। বিকশিত হউক আবুবকর ওমরের মতো। বিজয়ী হউক সালাহ উদ্দীন আয়ুবীর মতো। আশার আলো জেগে উঠুক বঞ্চিত অসহায় সকিনা ফাতেমাদের মাঝে। বেঁচে থাকো দীর্ঘকাল হে উম্মাহর বীর সিপাহসালার।

12065983_414644638746551_7137369441192310399_n 12079314_1637114486567546_4107011911320888581_n 12088382_1637114469900881_8075676375895337003_n 12096175_1637103053235356_8798341800852422507_n 12096427_1637105843235077_6168725520537632496_n 12107715_1637114286567566_2418717311319534213_n 12119087_1637105799901748_5381390041819318422_n 12122636_414644568746558_6250532475219537939_n 12144811_1637102983235363_188613035982243260_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...