সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:০৭
Home / প্রতিদিন / আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে ফিলিস্তিনি তরুণীরা (ছবি গ্যালারি)

আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে ফিলিস্তিনি তরুণীরা (ছবি গ্যালারি)

ইন্তিফাদা 01

কমাশিসা ডেস্ক : ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভে আরো বেশি বেশি ফিলিস্তিনি তরুণী অংশগ্রহণ করছেন। অধিকৃত ফিলিস্তিনে গত কয়েক দিন ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যা মারাত্মকভাবে বেড়ে যাওয়ার পরও এ ধরনের বিক্ষোভে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের অকুতোভয় তরুণীরা।

ইন্তিফাদা 03ইসরাইলি সেনাদের রাবার বুলেট, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং তাজা গুলিকে অনায়াসে উপেক্ষা করে বিক্ষোভে মুখর হয়ে উঠছেন এ সব ফিলিস্তিনি তরুণী। এমনকি আটকাভিযান এবং ভয়াবহ নির্যাতনের বাস্তবতাও তাদেরকে বিক্ষোভ সংগ্রামের পথ থেকে টলাতে পারছে না। মাতৃভূমি মুক্ত করার এ প্রয়াস চালাতে গিয়ে হতাহত হওয়ার ঝুঁকি হাসি মুখেই বরণ করছেন এ সব নারী।ইন্তিফাদা 02

শনিবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি গর্ভবতী মা এবং তার তিন বছরের শিশুকন্যা। বুধবার এক ইসরাইলির গুলিতে আল-কুদসে (জেরুজালেম) আহত হয়েছে অপর এক ফিলিস্তিনি নারী।
ইন্তিফাদা 04ফিলিস্তিনি এক ছাত্রী এ সম্পর্কে বলেছেন, সমাজের অর্ধেক অংশই নারী, কাজেই নারীদেরও দেশ রক্ষার দায়িত্ব গ্রহণ করতে হবে। পশ্চিম তীরের রামাল্লার একটি ইসরাইলি সামরিক চেক পয়েন্টের কাছে ইসরাইলি সেনাদের সঙ্গে ‘পাথর যুদ্ধে’ অংশগ্রহণ করার অবকাশে সাংবাদিকদের একথা বলেন তিনি। আরেক ফিলিস্তিন তরুণী বলেন, সবাই যদি ভয় পায় তবে কেউ আর আত্মত্যাগ করতে এগিয়ে আসবে না।

এ ছাড়া, ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনিদের জন্য যে শোক মিছিল করা হয় তাতেও তরুণীদের উপস্থিতি আগের তুলনায় বাড়ছে। সাহিত্যের প্রথম বর্ষের এক ফিলিস্তিনি ছাত্রী বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইনতিফাদা বা গণআন্দোলন চলছে, চলবে।

ইন্তিফাদা 05

ইসরাইলী বন্দুকের মোকাবেলায় গুলতি নিক্ষেপ করছেন এক ফিলিস্তিনি নারী
ইসরাইলী বন্দুকের মোকাবেলায় গুলতি নিক্ষেপ করছেন এক ফিলিস্তিনি নারী
ইসরাইলী আগ্রাসন মোকাবেলায় ছোট পাথর হাতে ফিলিস্তিনি নারী
ইসরাইলী আগ্রাসন মোকাবেলায় ছোট পাথর হাতে ফিলিস্তিনি নারী

সূত্র : রেডিও তেহরান

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...