বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:৫৫
Home / এশিয়া / খুনের উন্মত্ততায় ইসরাইলি পুলিশের সাথে সাধারণ নাগরিক !

খুনের উন্মত্ততায় ইসরাইলি পুলিশের সাথে সাধারণ নাগরিক !

কমাশিসা ডেস্ক: ইসরাইলি হানাদার বাহিনী ফিলিস্তিনিদের উপর লোমহর্ষক হত্যাকান্ড শুরু করেছে। গাজা উপত্যকায় চলছে সমানতরাল ভাবে বিমান হামলা। গর্ভবতি নারী কোলের শিশু কেউই নিস্তার পাচ্ছেনা তাদের হত্যাকান্ড থেকে। এখন ইসরাইলি সেটেলাররাও চরমা হিংস্রতায় উপনীত। স্কুলের ৩জন শিশুকে রাস্তায় ধরে ছুরি দিয়ে কুপিয়ে পরপর কয়েকটি গুলি করে ‘মর হে পতিতা, মর হে পতিতা বলে আরবিতে গালি দিচ্ছে…।

এমন ভয়ংকর খুনী হৃদয়হীন জাতি দুনিয়াতে বিরল। এমন আমানবিক জংলী পশু চরিত্রের অধিকারী কোন মানুষ হতে পারেনা।

এই খুন কি থামার নয়? এই জংলিপনা কি দেখার কেউ নেই? কোথায় মানবাধিকার? কোথায় জাতিসংঘ? কোথায় হে মুসলিম উম্মাহ?

palestaine girls palestaine girls1 palestaine girls2

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...