রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৩০
Home / অনুসন্ধান / ব্রক্ষ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছে চীন, পানি সংকটে ভারত, পৈতাগুরুদের ঘুম হারাম!

ব্রক্ষ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছে চীন, পানি সংকটে ভারত, পৈতাগুরুদের ঘুম হারাম!

পৈতাগুরুদের পাজামা এখন ডিলা শুরু হয়েগেছে। যারা চাইছে বাংলদেশকে ভাতে পানিতে সন্ত্রাসে জংগীপনায় ডুবিয়ে মারতে তারা তাদের কৃতকরমের  লিখন নিয়ে এখন বিড়ম্বনায়।

লিখেছেন আব্দুল আওয়াল খোকন:

ভারতের বাঁচার উপায় নাই এক দিখে চিন অন্যদিকে পাকিস্তান, ভারতের ভিতর রাজ্য গুলিও হা করে বসে আছে, বাংলাদেশ শেষ ধরা দিবে, তিনটি রাজ্য দখল করবে বাংলাদেশ। পুরানা হিসাব বুঝে নিবে বাংলাদেশ।

ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছে চীন… ভারতের আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছে চীন। এখনই পদক্ষেপ না করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই বিষয়ে দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...