বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:২৫
Home / কওমি অঙ্গন / দারুল উলুম করাচির অসাধারণ যুগোপযোগী সিলেবাস

দারুল উলুম করাচির অসাধারণ যুগোপযোগী সিলেবাস

ভাষান্তর: শায়খুল হাদীস কাজী মুহাম্মাদ হানীফ

বিসমিল্লাহির রহমানির রহিম
জামিয়া দারুল উলুম করাচির শিক্ষা সিলেবাস
জামিয়ার শিক্ষাকাল আঠার বছর। যার সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেওয়া হল:-
(১) ৫ বছর ইবতিদাইয়্যাহ ( প্রাথমিক)
(২) ৩ বছর মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক)
(৩) ২ বছর মুতাওয়াসসিতাহ আম্মাহ (মাধ্যমিক)
(৪) ২ বছর মুতাওয়াসসিতাহ খাসসাহ ( উচ্চ মাধ্যমিক)
(৫) ২ বছর আলিয়া (স্নাতক)
(৬) ২ বছর আলিমিয়া (স্নাতকোত্তর)
দরসে নেজামির এ আঠার বছর শিক্ষাকাল শেষ করার পর তাখাসসুস (বিষয়ভিত্তিক উচ্চতর পড়াশোনা) -এর জন্য তিনটি শাখা চালু রয়েছে।
ক- ৩ বছরমেয়াদি তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা।
খ- ২ বছরমেয়াদি তাখাসসুস ফিদ দাওয়া ওয়াল ইরশাদ।
গ- ২ বছরমেয়াদি তাখাসসুস ফিল কিরাত।
তাখাস্সুস ফিল ইফতার মধ্যে দরসে নেজামী সমাপনকারী উচ্চ যোগ্যতা সম্পন্ন সীমিত সংখক ছাত্রদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয়। আর উক্ত সময়ে তাদেরকে শরঈ ও ফিকহী উৎস থেকে জ্ঞান অর্জন ও ফিকহী মাসয়ালা নিয়ে গবেষণার প্রশিক্ষণ প্রদান করা হয়। আর তৃতীয় বছর ইলমী গবেষণামূলক প্রবন্ধ রচনার যোগ্য হিসেবে তাদেরকে গড়ে তোলা হয়। আর অন্য দুই তাখাস্সুসের শাখার জন্যেও পরিপূর্ণ পাঠ্য তালিকার প্রশিক্ষণ প্রদান করা হয় । এ শাখাগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ছাত্র ভর্তি হয়।
* ইবতেদাইয়্যাহ (প্রাইমারী) । ( ৫ বছর মেয়াদি)
প্রাইমারির পাঠ্য তালিকা সিন্ধ টেক্সট বুক বোর্ড অনুযায়ী। তবে ধর্মীয় পাঠ্য বিষয় কিছু বর্ধিত করা হয়েছে এর বিবরণ নিম্নরূপ:-
প্রথম শ্রেণী
(১) নুরানী কায়দা।
(২) ইসলাম শিক্ষা (সিন্ধ টেক্সট বুক বোর্ড)
(৩) উর্দূ কি পহেলী কিতাব (সিন্ধ টেক্সট বুক বোর্ড)
(৪) মাই ইংলিশ বুক। (সিন্ধ টেক্সট বুক বোর্ড)
(৫) গণিত। (সিন্ধ টেক্সট বুক বোর্ড)
(৬) ড্রয়িং ও হ্যান্ড রাইটিং।

দ্বিতীয় শ্রেণী
(১) নাযেরা পূর্ণ আমপারা।
(২) তালিমুল ইসলাম ১ম খন্ড (মুফতি কেফায়াতুল্লাহ)।
(৩) ইসলাম শিক্ষা (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৪) উর্দূ কি দুসরী কিতাব (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) মাই ইংলিশ বুক (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৬) গণিত (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৭) সিন্ধি কায়দা (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৮) ড্রয়িং ও হ্যান্ড রাইটিং।
তৃতীয় শ্রেণী
১. নাযেরা ১-৩ পারা ও সুরা নাস খেকে সূরা কদর পর্যন্ত মুখস্থ।
২. তালিমুল ইসলাম ২য় খন্ড (মুফতি কেফায়াতুল্লাহ)।
৩. ইসলাম শিক্ষা (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
৪. উর্দূ কি তিছরী কিতাব (সিন্ধু টেক্সট বুক বোর্ড)।
৫. মাই ইংলিশ বুক (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
৬. গণিত (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
৭. সিন্ধি কায়দা(সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
৮. সাধারণ বিজ্ঞান (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
৯. সমাজ বিজ্ঞান ।
৪র্থ শ্রেণী
(১) নাযেরা ৪-১৫ পারা । সুরা ফালাক খেকে সূরা বুরুজ পর্যন্ত মুখস্থ।
(২) তালিমুল ইসলাম ৩য় খন্ড(মুফতি কেফায়াতুল্লাহ)।
(৩) ইসলামী আদাব (মাওলানা আশিক ইলাহী বুলন্দশহরী)।
(৪) উর্দূ কি চৌথি কিতাব (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) মাই ইংলিশ বুক (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৬) গণিত (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৭) সিন্ধি কায়দা(সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৮) সাধারণ বিজ্ঞান (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৯) সমাজ বিজ্ঞান ।
(১০) ইসলাম শিক্ষা (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(১১) ড্রয়িং ও হ্যান্ড রাইটিং।
পঞ্চম শ্রেণী
(১) কোরআন শরিফ নাযেরা ১৬ পারা থেকে শেষ পর্যন্ত ও সুরা ইনশিক্কাক থেকে সুরা নাবা পর্যন্ত মুখস্থ।
(২) তালিমুল ইসলাম ৪র্থ খন্ড । (মুফতি কেফায়াতুল্লাহ)।
(৩) ইসলাম শিক্ষা (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৪) উর্দূ কি পাঞ্চওয়ে কিতাব (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) মাই ইংলিশ বুক (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৬) গণিত (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৭) সিন্ধি কায়দা(সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৮) সাধারণ বিজ্ঞান (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৯) সমাজ বিজ্ঞান । (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(১০) রাসূলে আরাবী (সাইয়্যিদ ফরিদ ওয়াহিদী আল মাদানী)।

মুতাওয়াসসিতা (মাধ্যমিক)
এই স্তরের শিক্ষাকাল তিন বছর। প্রথম দুই বছরের জন্য পাঠ্য পুস্তুক সিন্ধু টেক্সট বুক বোর্ড কর্তৃক প্রণীত। তবে ইসলাম ও দীনি বিষয়ে কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও প্রয়োজনের তাকিদে ফার্সীকেও অতিরিক্ত বিষয় হিসেবে পাঠদান করা হয়। যখন উচ্চ স্তরের তৃতীয় বছর কেন্দ্রীয় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তুক পাঠদান করা হয়। এ স্তরের পাঠ্যতালিকা হলো নিম্নরূপ:-
মুতাওয়াসসিতা প্রথম বর্ষ বা ষষ্ঠ শ্রেণী :
(১) কোরআন কারীম প্রথম ১০ পারার পুণরায় পাঠদান।
(২) তালিমুল ইসলাম ২য় খন্ড।
(৩) উর্দূ ষষ্ঠ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৪) গণিত (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) ইংরেজী ষষ্ঠ ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড) ।
(৬) সামাজিক বিজ্ঞান ষষ্ঠ ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৭) বিজ্ঞান ষষ্ঠ ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৮) ফার্সী তাসহীলুল মুবতাদী, রাহবারে ফার্সী ও কারীমা।
মুতাওয়াসসিতা ২য় বর্ষ বা সপ্তম শ্রেণী
(১) কোরআন কারীম মধ্যম ১০ পারা পুনরায় পাঠদান।
(২) সিরাতে খাতামুল আম্বিয়া স: (মুফতি মোহাম্মাদ শফী রহ: )
(৩) উর্দূ সপ্তম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৪) গণিত সপ্তম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) ইংরেজী সপ্তম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৬) সামাজিক বিজ্ঞান সপ্তম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৭) সাধারণ বিজ্ঞান সপ্তম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৮) ফার্সী পান্দেনামা, নামে হক্ব, ইনশায়ে ফার্সী ১ম খ- ও গুলিস্তায়ে সা‘দী অষ্টম অধ্যায়।
মুতাওয়াসসিতা ৩য় বর্ষ বা অষ্টম শ্রেণী
(১) কোরআন শরিফ শেষ ১০ পারা পুনরায় পাঠদান।
(২) খুলাছাতুত তাজবীদ।
(৩) বেহেস্তী গাওহার।
(৪) সিরাতে খাতামুল আম্বিয়া স: ( বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ পাকিস্তান)
(৫) উর্দূ অষ্টম ভাগ ( বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ পাকিস্তান)
(৬) গণিত অষ্টম ভাগ (বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ পাকিস্তান)
(৭) ইংরেজী ও গ্রামার অষ্টম ভাগ ( বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ পাকিস্তান)
(৮) সামাজিক বিজ্ঞান অষ্টম ভাগ (বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ পাকিস্তান)।
(৯) সাইন্স বা বিজ্ঞান অষ্টম ভাগ (বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ পাকিস্তান)
(১০) ফার্সী গুলিস্তায়ে সা‘দী পূর্ণ কিতাব।
মাধ্যমিক স্তর
এ স্তরে সিন্ধ টেক্সটবুক বোর্ড কর্তৃক অনুমোদিত মেট্রিক-এর (এস এস সি) পাঠ্যতালিকা অন্তর্ভূক্ত রয়েছে। এখানে বিজ্ঞান ও সাধারণ উভয় বিভাগ পাঠদান করা হয়। এ স্তরের পরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তক পাঠদান করা হয়। এ স্তরের শিক্ষা সিলেবাস নিম্নরূপ:
নিম্ন মাধ্যমিক ১ম বা ৯ম শ্রেণী
(১) কোরআন শরিফ দ্বিতীয় দফা রিভিশন।
(২) গণিত ৯ম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৩) ইংরেজী ও গ্রামার ৯ম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)
(৪) সাধারণ বিজ্ঞান (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) পাকিস্তান পরিচিতি (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৬) সিন্ধু ভাষা শিক্ষা। (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৭) তালিমুল লুগাতিল আরাবিয়্যাহ।
(৮) আল আরাবিয়্যাতু বাইনা ইদাইকা।
(৯) রসায়ন : তাত্ত্বিক ও ব্যবহারিক। (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(১০) জীব বিজ্ঞান : তাত্ত্বিক ও ব্যবহারিক। (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।

নিম্ন মাধ্যমিক ২য় বর্ষ বা দশম শ্রেণি
(১) কোরআন শরিফ দ্বিতীয় দফা রিভিশন ।
(২) ইসলাম শিক্ষা দশম (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৩) উর্দূ দশম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৪) গণিত দশম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৫) ইংরেজী ও গ্রামার দশম ভাগ (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৬) ভূগোল (পাঞ্জাব বোর্ড)
(৭) ইসলামের ইতিহাস।
(৮) প্রকৃতি বিজ্ঞান : তাত্ত্বিক ও ব্যবহারিক (সিন্ধ টেক্সট বুক বোর্ড)।
(৯) দুরুসুল লুগাতুল আরাবিয়্যাহ । দিরাসাতুল আরাবিয়া ওয়াদ দীনিয়া
এ ১০ বছরের শিক্ষাকাল যাতে ধর্মীয় ও যুগোপযোগী বিষয়াবলী একসাথে ছিল । এরপর শুরু হয় কেবল দ্বীনি শিক্ষার ৮ বছরের নেসাব যাকে দরসে নেজামী বলা হয়। এই নেসাব দুই দুই বছর করে চার ভাগে বিভক্ত। যথা:- প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চতর।

দরসে নেজামি প্রাথমিক ১ম বর্ষের নেসাব
(১) তাজবীদ: জামালুল কোরআন ও ফাওয়াইদে মাক্কীয়্যাহ।
(২) হাদীস: জাওয়ামিউল কালিম।
(৩) সরফ: ইলমুস ছরফ ও মিযানুস সরফ এবং তাসহীলুুল আদাব প্রথম ও দ্বিতীয় খন্ড।
(৪) নাহু: ইলমুন নাহু, নাহবেমীর ও শরহে মিয়াতে আমেল।
(৫) আরবী ভাষা: আত তারিকাতুল আছরিয়্যাহ ও আত তারিকাতুল জাদিদাহ ২য় খন্ড।
(৬) ইতিহাস: কাসাসুননাবীয়্যিন, ১ম-২য় ও ৩য় খন্ড।
দরসে নেজামি প্রাথমিক ২য় বর্ষ
(১) পূর্ণ আমপারা তরজমা ও তাফসির।
(২) তাজবীদ -আল মুকাদ্দামা আল জাযরিয়্যাহ।
(৩) হাদীস: যাদুত তালিবীন।
(৪) ফিক্বাহ: মুখতাসারুল কুদুরী।
(৫) সরফ: ইলমুস সীগাহ ও ফুসুলে আকবারী।
(৬) নাহু: হেদায়াতুন্নাহু, তাসহীলুল আদাব।
(৭) আদব: আল কিরাআতুর রাশিদা ১ম খন্ড।
(৮) আরবী ভাষা: মুয়াল্লিমুল ইনশা ১ম খন্ড।
(৯) মানতিক: তাইসিরুল মানতিক, ইসাগুজি, মিরক্বাত।

দরসে নেজামি নিম্ন মাধ্যমিক স্তর
এ স্তরের প্রথম বছর অর্থাৎ ইন্টার মিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে উচ্চতর ২য় বর্ষ অর্থাৎ গ্র্যাজুয়েশন স্টেজ সেকেন্ড ইয়ার পর্যন্ত কেরাত বিভাগ নামে একটি অতিরিক্ত শখা তৈরি করা হয়েছে । এতে উক্ত শিক্ষাস্তরের জন্য নির্ধারিত পাঠ্য তালিকা ছাড়াও ইলমে ক্বেরাত ও ইলমূররুসমের কিছু কিতাব যুক্ত করা হয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল:
দরসে নেজামি নিম্ন মাধ্যমিক ১ম বর্ষ
(১)তাফসীর: সুরা আনকাবুত থেকে সূরা মুরসালাত পর্যন্ত ।
(২) হাদীস: রিয়াজুস সালেহীন।
(৩) ফিক্বাহ: কানযুদ্দাকাইক্ব।
(৪) উসূলে ফিকাহ: উসূলুশাশী ও আসান উসূলে ফিক্বাহ ।
(৫) নাহু: আল কাফিয়া, আননাহুল ওয়াযিহ ১ম খন্ড।
(৬) আদব: নফহাতুল আরব।
(৭) আরবী ভাষা: মুয়াল্লিমুল ইনশা ২য় খন্ড।
(৮) মানতিক: শরহুত্তাহযীব।
(৯) আখলাকিয়্যাত: তালিমল মুতাআল্লিম।
(১০) ইতিহাস: কাসাসুন্নাবীয়্যিন ৫ম খন্ড, তারিখুল খুলাফায়ির রাশিদিন, মুখতাসার তারিখে ইসলামী।
কিরাত বিভাগের জন্য বর্ধিত বিষয় ও পাঠ্যপুস্তুক
(১) ইলমুল ক্বিরাত: আশ্শাতীবিয়্যাহ ফিল কিরায়াতিসসাবআহ ১ম শ্লোক থেকে ৪৪৪ শ্লোক পর্যন্ত।

দরসে নেজামি নিম্ন মাধ্যমিক ২য় বর্ষ
(১) তাফসীর: সুরা ইউনুস থেকে সুরা অনকাবুত পর্যন্ত।
(২) হাদীস: রিয়াজুস্ সালেহীন।
(৩) ফিক্বাহ: শরহুল বিক্বায়াহ শেষ দুই খন্ড।
(৪) উসূলে ফিক্বাহ: নূরুল আনওয়ার কিয়াস অধ্যায় পর্যন্ত।
(৫) নাহু: শরহুল কাফিয়া লিল জানী। (শরহেজামি)
(৬) আদব: আলমাকামাতুল হারিরীয়্যাহ ও মুয়াল্লিমুল ইনশা ৩য় খন্ড।
(৭) বালাগাত: দুরুসুল বালাগাত।
(৮) মানতিক: আল কুতবী।
* ক্বিরাত বিভাগের জন্য অতিরিক্ত কিতাব:
(১) ইলমুল ক্বিরাত : আশশাতীরিয়্যাহ ফিল কিরাআতিসসাবআহ ৪৪৫ শ্লোক থেকে ৮২৯ শ্লোক পর্যন্ত।
(২) ইলমুর রুসমি: আকলিয়াতে আতরাব আল কাসাইদুল মা ‘রুফ বিররাহিয়া ১ নং শ্লোক থেকে ১২৮ নং শ্লোক পর্যন্ত।
দরসে নেজামি মাধ্যমিক স্তর ১ম বর্ষ
(১) তাফসীর: সুরা ফাতেহা থেকে সুরা ইউনুস পর্যন্ত।
(২) হাদীস: আসারুস সুনান।
(৩) ফিক্বাহ: আল হিদায়া ১ম খন্ড।
(৪) উসূলে ফিক্বাহ: হুসামী কিয়াস অধ্যায় পর্যন্ত, নূরুল আনওয়ার কিয়াস থেকে শেষ পর্যন্ত।
(৫) আদব: (ক) আদদিওয়ানে মুতানাব্বী (খ) মুখতারাত মিনাল আদাবিল আরবী (গ)আল মুয়াল্লাকাতুস সাবয়ে ১ম ২য় খন্ড (ঘ) আল উসলুবুস সহীহ।
(৬) বালাগাত: মুখতাসারুল মা‘আনী ও আল বালাগাতুল ওয়াযিহা।
(৭) ফালসাফা বা দর্শন: আল হাদিয়াতুস সা‘দিয়াহ ও হিদায়াতুল হিকমাহ।
(৮) হিকমাত ও আক্বলিয়্যাত: আল ইনতিহাবুল মুফিদাহ।
(৯) মুনাযারা: আর রাশিদিয়্যাহ।
(১০) ইতিহাস: আত তারিখুল ইসলামি (ড.ইব্রাহীম শরীফী)।
*ক্বিরাত বিভাগের জন্য অতিরিক্ত বিষয়:
(১) আল ইজরা ফিল ক্বিরাআতে সাবআ সুর ফাতেহা হতে শেষ পর্যন্ত।
দরসে নেজামি মাধ্যমিক স্তর ২য় বর্ষ
(১) তাফসির : তাফসিরে জালালাইন
(২) উসূলে ফিক্বাহ: আল ফাউজুল কাবীর।
(৩) হাদীস: মুয়াত্ত্বা ইবনে মালেক রহ: ও মুয়াত্বা ইমাম মুহাম্মাদ রহ: ।
(৪) উসূলে হাদীস: খাইরুল উসূল।
(৫) ফিক্বাহ: আল হিদায়া ২য় খন্ড।
(৬) উসূলে ফিক্বাহ: আত তাওজীহ ওয়াত তালবীহ।
(৭) আক্বীদা: আক্বীদাতুত ত্বাহাবী ও শরহে আক্বাইদে নাসাফী।
(৮) মীরাস: আস-সিরাজী।
(৯) আদব: দিওয়ানুল হামাসা ও মতনুল কাফী।
(১০) ফালকিয়াত বা সৌরবিজ্ঞান: ফাহমুল ফালাকিয়্যাত
* কিরাত বিভাগের জন্য অতিরিক্ত বিষয় ও পাঠ্যপুস্তুক:
(১) ইলমুল ক্বিরাআত: আদদুররুল মুযিয়াহ ফিল ক্বিরাআতিস সালাসা।
(২) ইজরাউল ক্বিরাত: আল ইজরা ফিল ক্বিরাআতিস সালাসা সুরা ফাতেহা থেকে সুরা নিসা পর্যন্ত।

দরসে নেজামি উচ্চতর স্তর ১ম বর্ষ
(১) তাফসির: তাফসিরে বায়যাবি।
(২) উসূলে তাফসীর: আত্ তিবইয়ান ফি উলুমিল কোরআন।
(৩) হাদীস: মিশকাতুল মাসাবীহ।
(৪) উসূলে হাদীস: নুখবাতুল ফিকার ও মুকাদ্দিমাতু মিশকাত।
(৫) ফিক্বহ: হিদায়া ৩য় ও ৪র্থ খন্ড।
(৬) উসূলে ইফতা: শরহু উকুদি রাসমিল মুফতী।
(৭) ইসলামী অর্থনীতি: ইসলাম আউর জাদীদ মায়ীশাত ও তিজারাত।
(৮) তুলনামূলক ধর্মতত্ত্ব: আয়েনায়ে কাদিনিয়াত। ইখতিলাফে উম্মত আওর সীরাতে মুস্তাকিম।
(৯) সৌরবিজ্ঞান : আল হাইয়াতুল উসতা।
দরসে নেজামি উচ্চতর স্তর ২য় বর্ষ
(১) হাদীস:
(ক) সহীহ বুখরী।
(খ) সহীহ মুসলিম।
(গ) জামে তিরমিযী।
(ঘ) সুনানে আবু দাউদ।
(ঙ) সুনানে ইবনে মাজাহ।
(চ) সুনানে নাসাঈ।
(ছ) শরহে মাআনিলআছার (ইমাম ত্বাহাবী।)
(জ) মুয়াত্তা মুহাম্মাদ।
(২) উসূলে হাদীস:
আত্ তাক্বরীব ও তাদরিবুল রাবী (ইমাম সুয়ূতী)।

(৩) শামায়েল নববী:
শামায়েল তিরমিযী।
(৪) মাকালা বা প্রবন্ধ:
কমপক্ষে পঞ্চাশ পৃষ্ঠার গবেষণা মূকল প্রবন্ধ রচনা করা জরুরী।

উপরোক্ত বিবরণ আঠার বছরব্যাপি পাঠ্য তালিকা। জামিয়া দারুল উলূম করাচীতে দরসে নেজামী ছাড়াও নি¤œবর্ণিত শিক্ষা বিভাগসমূহ চালু রয়েছে। যথা:
(১) নাযেরা ও হিফজুল কোরআন বিভাগ।
(২) প্রাইমারী ও সেকেন্ডারী স্কুল।
(৩) তাখসসুস ফিল ইফতা।
(৪) তাখাসসুস ফিদ্দাওয়া ওয়াল ইরশাদ।
(৫) তাখাসসুস ফিল ক্বেরাত।
(৬) হেরা ফাউন্ডেশন স্কুল, কেমব্রিজ সিষ্টেম।
(৭) ইসলামি অর্থনীতি বিভাগ ।
(৮) মহিলাদের জন্য আলেমা কোর্স (৬ বছর)।
(৯) বয়স্ক দীনি শিক্ষা কোর্স (২বছর)
(১০) আলেম ও হাফেজদের জন্য তাজবিদ কোর্স (১বছর)।

উপরে আলোচিত শিক্ষা সিলেবাসে পড়ালেখা ছাড়াও নি¤œবর্ণিত বিষয়গুলোর প্রতি খুব সজাগ দৃষ্টি রাখা হয় । যথা:
(১) লিখনী অনুশীলন: লেখা সুন্দর করা, সামাজিক আচার আচরণ, গণিত, ফার্সী ও আরবীতে লিখনীর অনুশীলন জরুরী। শিক্ষাকবৃন্দ অনুশীলনের খাতা শুদ্ধ করে দস্তখত করে থাকেন।
(২) মুতাআলা ও তাকরার: প্রত্যেক পাঠের জন্য ছাত্রদের দুইটি কাজ করতে হয়। (ক) পরবর্তী পাঠ্যের জন্য প্রাক-প্রস্তুতি করা যাতে পরবর্তী দিনের পাঠ সহজ হয়ে যায়।
(২) তাকরার : এটা মাদরাসাসমূহে প্রচলিত একটি পরিভাষা। এটা রাতে হয়ে থাকে । এর পদ্ধতি হলো: ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছাত্রদের মধ্য থেকে একজন শিক্ষকের পাঠদান পদ্ধতিতে উক্ত পাঠ পুনরায় পড়বে। আর অন্যরা তা শুনবে। এর দ্বারা উক্ত পাঠ শুধু ছাত্রদের আয়ত্বে আসে না বরং এর সাথে সাথে পাঠদানের অভিজ্ঞতা ও মনের ভাব প্রকাশের যোগ্যতা অর্জিত হয়। তাকরাব প্রায় সব শ্রেণীর ছাত্রদের জন্য বাধ্যতামূলক।
(৩) পরীক্ষাসমূহ: প্রত্যেক শ্রেণীর জন্য বছরে তিনটি পরীক্ষা রয়েছে। যথা: ত্রৈ মাসিক, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষা। আর ভালো নম্বরে কৃতকার্য ছাত্রদের উৎসাহিত করার জন্য পুরষ্কার প্রদান করা হয়।
প্রত্যেক বিভাগ সমাপনকারী ছাত্রদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। আর শিক্ষা নেসাব সমাপনকারী ছাত্রদেরকে সনদ দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। পাকিস্তানে উক্ত সনদকে ইসলামিয়্যাত ও আরবিতে এম এর সমান মর্যাদা দেওয়া হয়।
পাঠ্যবহির্ভূত কার্যক্রম:
১. পাঠ্যপুস্তকের বাইরে অনুমোদিত অন্যান্য কিতাব পড়া।
২. ছুটির দিনে বক্তৃতা অনুশীলনের জন্য মাহফিল।
৩. ছাত্রাবাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করা।
৪. শারীরিক ব্যায়াম ও বিনোদনের জন্য দারুল উলূম করাচীর খেলার মাঠে খেলায় অংশ গ্রহণ করা।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বিকৃত যৌনতায় দিশেহারা জাতি: সমাধান কোন পথে?

শাইখ মিজানুর রাহমান আজহারী: বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীকে বিবস্ত্র করা ...