রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৫৫
Home / প্রতিষ্ঠান / “নো সেক্স অন এডুকেশন”!

“নো সেক্স অন এডুকেশন”!

লিখেছেন: শাবীব তাশফী

kids studyingবয়ঃসন্ধিকাল কী?
বয়ঃসন্ধিকালের লক্ষণ কী??
বীর্য কী? বীর্য বের হলে আমাদের
করণীয় কী?

গর্ভধারণ কী জিনিস?
একটি মেয়ে কিভাবে গর্ববতী হয়??
অবৈধভাবে গর্ভবতী হলে কী
করণীয়?

এইডস কী? এইডস কেনো হয়?
অনিরাপদ দৈহিক মিলন এইডস ছড়ানোর সবচেয়ে বড় কারণ। এইচ আইভি আক্রান্ত ব্যক্তির বীর্য বা যৌনিরসের মাধ্যমে যৌনসঙ্গীর দেহে এইডসের ভাইরাস প্রবেশ করে।

উপরের প্রশ্নগুলোর উত্তর জানতে চান!?
ক্লাস সিক্স থেকে শুরু করে স্কুলের যে কোনো শ্রেণীর সিলেবাসের বইতে খুঁজে দেখলেই আপনি বিস্তারিতভাবে উত্তরগুলো পেয়ে যাবেন।

কী অবাক হচ্ছেন!? প্লিজ অবাক হবেন না!
আমার আপনার কোমলমতি ছোট-ছোট ভাই-বোনদেরকে এভাবেই যৌনতা শেখানো হচ্ছে স্কুলের ক্লাসে।

এবার আসি মূল পয়েন্টে,
অনিরাপদ যৌন সম্পর্কই এইডস রোগে আক্রান্ত হওয়ার সব’চে বড় কারণ। সুতরাং এইডস থেকে বাঁচতে হলে চাই, নিরাপদ যৌন সম্পর্ক! ঠিক বলেছি না!?
কোমলমতি বাচ্চাদেরকে যৌন শিক্ষার সুব্যবস্থা যেহেতু করে দেওয়া হয়েছে! সেহেতু বাচ্চারা কৌতুহলবশঃ যে কোনো সময় যৌন প্র্যাক্টিস করতেই পারে। আর এটা
দোষণীয় (!) কিছু না।
কিন্তু সেই প্র্যাক্টিসটা যদি অনিরাপদ হয়ে যায়!? আররে টেনশন নিয়েন না! আওয়ামী সরকার এতো বোকা না!
(হারামী!)
নিরাপদ প্র্যাক্টিসের জন্যই এবার স্কুল কলেজগুলোতে ফ্রী কনডম বিতরণের সুন্দর এক প্রস্তাব পেশ করেছে “মাল মুহিত”!

মাননীয় মন্ত্রী মাল মুহিত! শুধু ফ্রী কনডম কেনো!? সাথে ফ্রী ফ্যামিকন দেওয়ার-ও অনুরোধ জানাচ্ছি আমরা।।student in a class

এইতো কয়েকদিন আগেই শিক্ষাখাতে ভ্যাট বিরোধী সফল আন্দোলন সম্পন্ন হয়ে গেলো। শ্লোগান ছিলো, “নো ভ্যাট অন এডুকেশন”। এই সফলতার অন্যতম কারণ হচ্ছে, অনলাইন-অফলাইন, ভার্চুয়াল-রিয়েল লাইফ সব জায়গায় ভার্সিটি স্টুডেন্টদের সরব উপস্থিতি এবং সুদৃঢ় আন্দোলন। আচ্ছা! বাবা আদম ও মা হাওয়া আ. থেকে শুরু করে আমার আপনার মা- বাবা পর্যন্ত যত মানুষ পৃথীবিতে এসেছেন, তাদেরকে কোন্ স্কুল-কলেজে যৌন শিক্ষা দেওয়া হয়েছে!? আমার, আপনার কোমলমতি ভাই- বোনদেরকে চারিত্রিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে, প্রাথমিক শিক্ষামূলক বই-পুস্তক থেকে যৌনতা নামক নগ্নতার বীজকে উঁপড়ে ফেলতে হবেই হবে। এজন্য চাই আরও একটি সফল আন্দোলন। আর এ আন্দোলনের শ্লোগান হবে, নো সেক্স অন এডুকেশন! এ আন্দোলন শুধু ছাত্রদের নয়! বরং এ আন্দোলন প্রত্যেক সন্তানের অভিভাবকের! দেশের প্রতিটি সচেতম জনগণের দাবী একটাই, “নো সেক্স অন এডুকেশন”!
সুত্র: এফবি

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।  কমাশিসা সম্পাদক বা কমাশিসা পরিবারের নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের মিল/অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য কমাশিসা কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এটা একান্তুই লেখকের নিজস্ব ব্যাপার।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...