শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৪৩
Home / আন্তর্জাতিক / ভারতের বিধানসভায় নগ্ন সাধুর ভাষণ

ভারতের বিধানসভায় নগ্ন সাধুর ভাষণ

Lengtaবিধানসভার অধিবেশন চলছে। উপস্থিত এক নগ্ন সাধু। নগ্ন অবস্থায়ই শীর্ষ আসন গ্রহণ করে বক্তব্য রাখলেন একটানা ৪০ মিনিট। উপদেশগুলোর বেশিরভাগেই নারীদের উদ্দেশে। বিধায়করাও নিরবেই শুনলেন তার বক্তব্য।

শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভায় এসেছিলেন জৈন ধর্মগুরু তরুণ সাগর। শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার আমন্ত্রণ পেয়ে বিধানসভায় এসেছিলেন এই সাধু।

তরুণ সাগর তার বক্তৃতায় স্বামীর প্রতি নারীদের কর্তব্য, কন্যা সন্তানের ভ্রূণ হত্যা, এমনকি সন্ত্রাসবাদ বিরোধী কথা বলেছেন।

তিনি বলেন, ‘রাজনীতি ও ধর্ম যেমন একে অপরের সঙ্গে জড়িত, স্বামী–স্ত্রীর সম্পর্কটিও ঠিক তেমন। স্বামী ধর্ম, স্ত্রী রাজনীতি। স্বামীর কর্তব্য স্ত্রীকে বিপদ থেকে রক্ষা করা। আর স্ত্রীর ধর্ম স্বামীর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলা।’

কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রোধে প্রধানমন্ত্রীকে একটি উপায়ও বাতলে দেন তিনি। তিনি বলেন, ‘করেো ঘরে মেয়ে না থাকলে সে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারবে না বলে এখুনি ঘোষণা করা উচিত সরকারের। মেয়ের বিয়ে দেওয়ার সময়ও একথা মাথায় রাখতে হবে।’

সাধু তার বক্তব্যে আরো বলেন, ‘ছেলের পরিবারে যদি একটিও কন্যা সন্তান না থাকে তাহলে সে বাড়িতে মেয়ে না পাঠানোই ভাল। কোন বাড়িতে কন্যা সন্তান না থাকলে ভিক্ষা না নেওয়া উচিত সাধু সন্ন্যাসীদেরও। এগুলো মেনে চললেই কন্যা সন্তানের ভ্রূণ হত্যা রোধ করা যাবে।’

সৌজন্যে : নয়া দিগন্ত

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে মুকতাদার হুঁশিয়ারি

কমাশিসা: ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদ্‌র তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের তীব্র ...