বহুল প্রতিক্ষিত ০৮ বছরের পড়ার ফলাফল ও ০৫ বছর অধ্যয়নের ফলাফল আজ প্রকাশ হলো। কেউ এ প্লাস আবার কেউ এ বা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়ে অানন্দ উল্লাস করছে। অনেকে অাবার দুর্ভাগ্যের কবলে পড়ে ফেল নামক শব্দের কথা পরিচিত হয়েছে। তারাই বোঝছে এক বছর মানে কী? আমি অকৃতকার্যকারী ভাই বোনদের বলছি! তোমরা হতাশ হওয়ার কোন কারণ নেই। তোমরাও পারবে। হয়তবা কিছু দুর্ঘটনার স্বীকার হয়েছ। এসব ঠিক হয়ে যাবে। ইংরেজীতে প্রবাদ আছে, “failar is the pillar of success” ব্যর্থতাই সফলতার মূল।
আমি বিশ্বাস করি তোমরা আগামীতো ভাল ফলাফল করে উত্তীর্ণ হবে। এ ফেলের কথা চিন্তা করে থেমে থাকলে চলবে না। যেতে হবে বহু দূর। আর যারা ভাল ফলাফল করেছ আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের কে বলছি এখানেই শেষ নয় তোমাদের কে আরও বহুপথ অতিক্রম করতে হবে। সফলতার সাথে এগুতে হবে জীবনের সন্ধ্যানে নিজেকে বাছাইয়ের প্রতিযোগীতায়। অার ভাল করে পড়ালেখা করেযাবে এটা আমার প্রত্যাশা।
শিক্ষা অধিকার। আমাদের কে এ অধিকার গ্রহণ করে সচেতন, সৎ, যোগ্য, আদর্শ নাগরিক হতে হবে। ভাল, সৎ, চরিত্রবান একদল মানুষ হিসেবে নিজেকে অাত্মপ্রকাশ করবে। সকল প্রকার সামাজিক, রাজনীতিক, অর্থনীতিক, গোল্ড মডেল হিসেবে উপস্হাপন করবে।
শিক্ষাই জাতির মেরুদণ্ড! শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যাতিরেখে সফলতা বা ভাল কিছু অাশা করা যায় না। মানুষ নিজে চেনার কোন সুযোগ তাকেনা। অন্ধের মত জীবনকাল অতিবাহীত করতে হয়। অন্ধ ব্যক্তি যেমন চোখওলার সাহায়্য ছাড়া চলতে পারেনা ঠিক সেরূপ অশিক্ষিত ব্যক্তির ক্ষেত্রেও তাই। সময় থাকতে সময়ের গান গাইতে হয়। ভাটির সময় ভাটির তালে যাইতে হয়, উজান তলির ঘাটে তার সে তালে যেতে হয়।যদি তার ভিন্ন কিছু হয় তাহলে গণ্ডগোল বেধে যাবে।তাই তো প্রবাদে বলা হয়েছে “সময়ে এক ফোঁড় অসময়ে নয় ফোঁড়” সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। শিক্ষাকে সার্বাগে গুরুত্ব দিতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই। তাই এটি অবহেলা করা যাবেনা এর কোন বয়স নেই।
শিক্ষা অালো! শিক্ষা মানুষের মধ্য প্রদ্বীপের ন্যায়। প্রদ্বীপ যদি গৃহের মাঝে না থাকে তাহলে ঘরটি কবরের মত হয়ে যাবে। তেমনি ভাবে মানুষের মাঝে যদি শিক্ষা না থাকে তাহলে অন্ধকার কোন জিনিস আর অালোর কত কদর সে তা ভাল ভাবে বোঝবে।শিক্ষার বর্তমান পেক্ষাপট! শিক্ষা আমাদের এমন ভাবে এগুচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা।বর্তমানে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর জিজ্ঞেস করে তোমাদের প্রতিষ্টানে বা ঐ প্রতিষ্টানে কত জন ফেল করেছে!যা আগেকার সময়ে বলত কতজন পাশ করেছে।আবার বলে কতটি প্লাস এসেছে।কিন্তু বর্তমান পেক্ষাপট আর আগেকার সময়ের মধ্য প্রার্থক্য ভিন্ন। সময় এসেছে পরিবর্তনের তাই আর থেমে থাকলে চলবেনা।আমাদের /তোমাদের যেতে হবে বহুদূর গন্তব্যে। এগিয়ে গেছ, এগিয়ে যাও, নিজেকে এবং মা বাংলাদেশকে সুখি সমৃদ্ধশালী কর। দেশ জাতিকে নিয়ে যাও সাফল্যের চুড়ান্তে।