শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:২১
Home / আন্তর্জাতিক / ইরানকে রুখতে সৌদি ও ইসরাইল একত্রে কাজ করছে

ইরানকে রুখতে সৌদি ও ইসরাইল একত্রে কাজ করছে

ইসরাইল এই মুহূর্তে ‘সুযোগের জানালায়’ অবস্থান করছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন ডার্মার। তিনি বলেন, এই সুযোগে ইসরাইল শান্তি অর্জনের জন্য প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারে – বিশেষ করে সৌদি আরবের সঙ্গে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’র সুসাস বি. গ্ল্যাসারকে দেয়া এক সাক্ষাৎকারে ডার্মার এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইহুদি রাষ্ট্রের স্থায়ীত্ব এবং বৈধতা গ্রহণের মাধ্যমে ফিলিস্তিনি নেতৃত্ব কী এই ঐতিহাসিক দ্বন্দ্ব দূর করতে পারবে? আমি মনে করি এটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। আমার বিশ্বাস যে অঞ্চলের অনেক সরকারই এই দ্বন্দ্ব অতিক্রম করতে প্রস্তুতি নিয়েছে। ফিলিস্তিনিরা এটা করতে প্রস্তুত কিনা, আমি জানি না।’

ডার্মার তার এই সাক্ষাৎকারে একটি বারের জন্যেও ‘দুই রাষ্ট্র সমাধানের’ বিষয়টি উল্লেখ করেন নি বলে গ্ল্যাসার তার নোটে বলেন।

সৌদি আরবের নতুন ক্রাইন প্রিন্সের প্রশংসা করে ডার্মার বলেন, অভ্যন্তরীণ পুনর্গঠণে তার সাহস অবশ্যই প্রশংসারযোগ্য।

ডার্মার আরো উল্লেখ করেছেন যে, ইরানের হুমকি মোকাবেলা এবং এই অঞ্চলে প্রভাব বিস্তারের প্রচেষ্টা হিসেবে সৌদি আরব এবং ইসরাইল আমাদের শত্রুর বিরুদ্ধে কমন গ্রাউন্ড থেকে কাজ করছে।

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইদলিবের মাধ্যমেই সিরিয়ার বিজয় সুচিত হবে ইনশাআল্লাহ!

ইদলিবে শিয়া মুনাফেক রুশ কাফেরদের এক কথায় তুলাধুনা চলবে……. প্রস্তুত তুরস্কের নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী। ইতিমধ্যেই ...