মহিউদ্দীন ক্বাসেমী::
দীন ও শরিয়ত এবং কুরআন-সুন্নাহর সঠিক ও গভীর জ্ঞানলাভ করতে হলে আরবি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। হযরত উমর রা. বলেন : تَعَلَّمُوا الْعَرَبِيَّةَ، فَإِنَّهَا فَإِنَّهَا مِنْ دِينِكُمْ.
অর্থ : তোমরা আরবি ভাষা শেখো। কারণ, তা তোমাদের দীনের অন্তর্ভুক্ত। [মুসান্নাফে ইবনে আবী শায়বা : ৭/১৫০]
বিশ্বখ্যাত মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক রহ. বলেন : الخطأ في الادب يؤدي الي الكفر
অর্থ : আরবি সাহিত্যে ভুল করলে তা কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। [আল-মাদখালা ইলাল আরাবিয়্যাহ : ৬]
আল্লামা ইবনে তাইমিয়া রহ. বলেন :
فإن نفس اللغة العربية من الدين ومعرفتها فرض واجب فإن فهم الكتاب والسنة فرض ولا يفهم إلا بفهم اللغة العربية.
অর্থ : আরবি ভাষা শিক্ষা করা ও বুৎপত্তি অর্জন করা দীনের অন্তর্ভুক্ত বিষয় এবং তা ফরজ ও ওয়াজিব। কারণ, কুরআন-সুন্নাহ বোঝা ফরজ। আর তা নির্ভর করে আরবি ভাষা জানার ওপর। [ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম : পৃ. ২০৭]
সুতরাং একজন পরিপূর্ণ মুমিন হতে হলেও মোটামুটি আরবি জানা দরকার। আর আলেম হওয়ার জন্যে তো আরবি শিক্ষা করা আবশ্যক।
সেই আবশ্যকতা বাস্তবায়নের উদ্দেশে এ কোর্সের আয়োজন। যেসব বিষয় গুরুত্ব দিয়ে পড়ানো হবে :
০১. প্রয়োজনীয় শব্দাবলি ও তাবীরাত [التعبيرات] মুখস্থ করানো।
০২. আরবি কথোপকথন। ইনশা বা রচনা শেখানো।
০৩. ইবারত পড়ার প্রয়োজনীয় নাহুর ইজরাভিত্তিক পাঠদান।
০৪. আধুনিক আরবি পত্রপত্রিকা ও ম্যাগাজিন পড়ার যোগ্যতা তৈরি করা।
.
নিয়মাবলি :
০১. নাহু-সরফ ও আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন এমন যে কেউ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হতে পারবে।
০২. প্রত্যহ সকাল সাড়ে নয়টা হতে আসর পর্যন্ত অবশ্যই সময় দিতে হবে।
০৩. জুমুআবারেও ক্লাস হবে। তবে কারো জুমুআর সালাত থাকলে ছুটি নিতে পারবে।
০৪. আবাসিক থাকলে খোরাকি বাবদ ২০০০ টাকা। কোনো বেতন নেই। অনাবাসিক হলে ৬০০ টাকা বেতন। কোনো ভর্তি ফি নেই।
০৫. মেধাবী ও ভদ্র হওয়ার শর্তে প্রকৃত গরিব হলে টাকার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে।
পাঠদান করবেন :
বিশিষ্ট আরবি সাহিত্যিক, বহু আরবি গ্রন্থপ্রণেতা
মাও. আবুল হুসাইন আলেগাজী
মুফতি মুহিউদ্দীন কাসেমী mohiuddin kasemi
মুফতি উমর ফারুক
যোগাযোগ
জামিআ সাবিলুর রাশাদ গাজীপুর
তানভীরপ্লাজা, জয়দেবপুর বাজার, গাজীপুর মহানগর
০১৯২৫-৩১০৪৩৪, ০১৭১৫-৩৯৮৭৭৫, ০১৭৩৯-৪৭৪১৫৭, ০১৮৪২-৫৪৩৯১৫, ০১৯২৪-৭৫১৭১০, 01923-543915
যাতায়াত
বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জয়দেবপুর/গাজীপুর চৌরাস্তা নেমে পূর্বদিকে বাসযোগে জয়দেবপুর বাজারে। পাঁচটাকা ভাড়া।
অথবা জয়দেবপুর রেলস্টেশন নেমে সামান্য পশ্চিমদিকে। হেঁটেই যাওয়া যায়। মাত্র পাঁচ মিনিট। কাউকে বললেই হবে, তানভীরপ্লাজা যাব।