বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৪৮
Home / বিকশিত মেধা / সামাদ ও সাইফুরকে নিয়ে মুকতাবিস উন নূরের গ্রন্থ প্রকাশ

সামাদ ও সাইফুরকে নিয়ে মুকতাবিস উন নূরের গ্রন্থ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : খ্যাতিমান সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূরের লেখা আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের খ্যাতিমান দুই রাজনীতিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে তার স্মৃতিচারণমূলক গ্রন্থটি হলো ‘আমার দেখা সামাদ আজাদ ও সাইফুর রহমান’। এর আগে ওয়ান-ইলেভেনের ঘটনাবহুল দিনগুলো নিয়ে তাঁর লেখা ‘সময়-অসময়’ গ্রন্থটি ব্যাপক আলোচিত হয়।

নতুন গ্রন্থ দু’টির প্রকাশনা উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার সিলেট প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সাংবাদিক লেখক ও বুদ্ধিজীবীদের মিলনমেলায় পরিণত হয়।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর আব্দুল আজিজ। এছাড়া সাংবাদিক, লেখক, রাজনীতিবিদসহ অনেকে আলাচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল আজিজ বলেন, মুকতাবিস উন নূর একজন সৎ, নির্মোহ এবং নীতিবান সাংবাদিক। দীর্ঘদিনের সাংবাদিক জীবনে তিনি ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা কাছ থেকে দেখেছেন। মিশেছেন কিংবদন্তীতূল্য ব্যক্তিদের সাথে। তার স্মৃতিচারণমূলক দু’টি গ্রন্থই ইতিহাসের উপাদান হিসেবে ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তণ উপাচার্য অধ্যাপক সৈয়দ আকমল মাহমুদ বলেন, মুকতাবিস উন নূরের দু’টি বইয়েই জাতীয় জীবনের কিছু সংকটময় সময়ের স্মৃতি উঠে এসেছে। স্মৃতিগুলো গ্রন্থবদ্ধ হওয়ায় তা কালের গর্ভে হারিয়ে যাওয়ার শংকা থেকে রক্ষা পেলো। এ স্মৃতিগুলো নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক বলেন, মুকতাবিস উন নূর সিলেটের দুই কিংবদন্তী রাজনীতিকের উপর বই লিখে রাজনীতিবিদদের সম্মানিত করেছেন। তিনি বলেন, অনেকেই রাজনীতিকদের জীবদ্দশায় তাঁদের জীবনী লেখেন বিশেষ আনুকূল্য পাওয়ার আশায়। মুকতাবিস উন নূর এক্ষেত্রে ব্যতিক্রম। যা দেখেছেন, তা নির্মোহ ভাষায় সুনিপুণ উপস্থাপন করেছেন।

অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, বই দু’টির সম্মোহনী শক্তি পাঠককে আকৃষ্ট করবে। পাতায় পাতায় উত্তেজনায় ঠাসা। পাঠক পড়া শুরু করলে মোহগ্রন্থ হয়ে পড়বেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি, এম. সাইফুর রহমানের রাজনৈতিক সচিব এম এ কাইয়ূম চৌধুরী, জালালাবাদ ক্যান্টেনমেন্ট কলেজের প্রাক্তণ অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম, সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি আহমদ নূর, সাবেক সাধারণ সম্পাদক বশিরুদ্দিন, লেখক-ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, কবি মুকুল চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক লায়েছ উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, জ্যৈষ্ঠ সাংবাদিক আব্দুল মালিক জাকা, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, লেখক ফজলুল করীম আজাদ, বাংলাদেশ পুস্তক ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক মাওলানা খলিলুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, এডভোকেট দিলোয়ার হোসেন দিলু, প্রবাসী সাংবাদিক সাঈদ চৌধুরী, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির সোহেল, একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, কবি মুহিত চৌধুরী, শাবির ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদৌস, চ্যানেল এস এর সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মনজু, যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আহমদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ সিলেটের প্রধান বার্তা সম্পাদক আ ফ ম সাঈদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার কাউসার চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক খবর পত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, বাংলাভিশনের ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীম, সাংবাদিক ফয়ছল আলম, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক সিলেটের ডাক ও দৈনিক আমার দেশ এর ফটো সাংবাদিক বেলায়েত হোসেন, সিলেট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য কামরুল ইসলাম প্রমুখ। বই দু’টির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুসা আল হাফিজ। অনুষ্ঠান উপস্থাপনা করেন গল্পকার সেলিম আউয়াল ও কবি আব্দুল মুকিত অপি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক ছিদ্দিকুর রহমান।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

এখন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও পাবেন ৫% সুদের গৃহঋণ

কমাশিসা: সরকারি চাকরীজীবিদের মত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদেরও গৃহ নির্মাণে ৫ শতাংশ ...