শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৫৩
Home / দারস / মোনাফেক কারা ?

মোনাফেক কারা ?

munafiqوَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: «آيةُ المُنافقِ ثلاثٌ : إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعدَ أخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ». مُتَّفَقٌ عَلَيهِ  وفي رواية: «وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أنَّهُ مُسْلِمٌ».

অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ স. বলেছেন— মোনাফেকের চিহ্ন তিনটি—

১. কথা বললে মিথ্যা বলে।

২. ওয়াদা করলে তা ভঙ্গ করে ।

৩. তার কাছে কিছু গচ্ছিত রাখা হলে তা নষ্ট করে।

মুসলিমের অন্য বর্ণনায় আছে— যদিও সে রোজা রাখে এবং নামাজ পড়ে ও ধারণা করে যে, সে মুসলিম (তবু সে মুনাফিক)।

[সহিহ মুসলিম, হাদিস ৫৯]

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

তিন শ্রেণির মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণির মানুষের ওপর আল্লাহর জান্নাত হারাম অর্থাৎ এই ...