শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:১২
Home / ঘর-সংসার / সুন্নাতে নববীর উজ্জল উপমা ! মুফতি মারুফের ওয়ালিমা

সুন্নাতে নববীর উজ্জল উপমা ! মুফতি মারুফের ওয়ালিমা

খতিব তাজুল ইসলাম ::

শুক্রবার রাত্র থেকে রবিবার রাত পুরা আড়াইদিন ছিলাম বার্মিংহাম । হাফিজ মাওলানা মুফতি মারুফ আহমদের বিয়ে তাই স্বপরিবারে গমন। বিয়ে শাদি হলে আমাদের সমাজে কয়েকটা জুটঝামেলার জন্য সকলকে তৈরী থাকতে হয়। কিন্তু যেখানে রাসুলের সুন্নাত ও আদর্শ পথ চলার পাথেয় হয় সেখানে কেবল রহমত বরকত আর মায়া মমতা ভালবাসা বিরাজমান। আনন্দের কমতি নেই কিন্তু নেই বেলেল্লাপনা। সাজসজ্জার কমতি নেই কিন্তু নেই বিলাসিতা। খাবারের কমতি নেই কিন্তু নেই ইসরাফ। আজ আমাদের একেকটি বিয়ে বিষফোড়া হয়ে দেখাদেয়। সুখি দাম্পত্যের বদলে এক পাহাড় অনর্থক করজের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। নতুন জীবনের শুরুটা যেন কলহ বিবাদ আর বিষাদে ভরা।

কিন্তু আল্লাহর লাখো শুকরিয়া যে আমাদের সমাজে এখনো শত বিবেক জাগ্রত আছে। বিবাহ শাদিতে অনাড়ম্বর মাধুর্য্যপুর্ণ সম্মান জনক পরিবেশ রহমতি তরীকা আমাদের উৎফুল্ল করে। হাফিজ মারুফর নতুন জীবন ফুলে ফলে সুশুভিত হউক। সুখ সমৃদ্ধিতে হউক টইটুম্বুর। মহান রবের কাছে তাই কমানা। সময় হলে বিস্তারিত আরেকদিন আজ এতটুকু…

12081485_414461195431562_2035016866_n
নওশার বামে বড় ভাই হাফিজ মাসুম ডানে সকলের প্রিয় চাচা হাফিজ আব্দুল হাসিব।
12166467_414462452098103_1377294908_n
এডভুকেট মাওলানা রশিদ আহমদ ও সাবেক ডেপুটি মেয়র ওহীদ আহমদ সহ আমরা কজনা।
12166425_414461172098231_319313747_n
আক্বদে নিকাহর পর মেহমানদারি।
12166237_414461162098232_745190894_n
আক্বদ পড়ালেন শাইখ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ।
12166360_414461055431576_206019728_n
ওয়ালিমায় খাবারের একাংশ।
12063980_519898971505891_1863985977_n
আক্বদে যাওয়ার আগে নওশাকে খাইয়ে দিচ্ছি।
12079561_10206466987226228_667678287708753507_n
লজ্জায় নাকি নওশা খাইতে অপারগ তাই অন্যদের সাহায্য কামনা।
12167295_414461078764907_1668804083_n
বিস্তীর্ন ফ্লোরে খাবারের টেবিল মেহমানদের জন্য সাজানো হয়েছে।
12166526_414461175431564_543490724_n
সোয়ারি প্রস্তু।
12167269_414461018764913_1413362472_n
ওয়ালিমায় মেহমানদের আহার গ্রহনের দৃশ্য।
12023226_414461192098229_732774324_n
শিকার পানে বীরের যাত্রা।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

এখন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও পাবেন ৫% সুদের গৃহঋণ

কমাশিসা: সরকারি চাকরীজীবিদের মত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদেরও গৃহ নির্মাণে ৫ শতাংশ ...