শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৫৫
Home / অনুসন্ধান / ভুলুন্ঠিত মানবতা!

ভুলুন্ঠিত মানবতা!

মোহাম্মাদ রোবেল:

যে জাতি নিজের দেশের ছোট বাচ্চা কে ভালবাসতে পারে না আবার সেই জাতির মানুষ সৌদির আরবে নিয়ে বাজে মন্তব। করে। !হৃদয়স্পর্শী দৃশ্য!

মানবতা আজ একেবারে ক্ষুন্ন,কোথায় হারিয়ে গেলো সেই মানবতা..!! মানুষই সৃষ্টির সেরা আবার মানুষই সৃষ্টির নিকৃষ্ট।

বাড়ি ওয়ালার আদেশ, ছোট বাচ্চাকে বাসায় আনতে পারবে না। বাইরে রেখে আসতে হবে। অপারগ হয়ে বাসায় কাজটা নিয়ে নিলেন মা।

শর্ত মতো প্রতিদিন মা তাঁর শিশুকে দরজার বাইরে রেখে বাসায় কাজ করেন। কারণ মা ছাড়া বাচ্চাকে দেখার মতো কেউ নেই, মায়ের অপেক্ষমান ক্ষুধার্ত শিশু এভাবেই ঘুমিয়ে পড়েছে!

দেড় বছর বয়সী বাচ্চাটা ঘরে ঢুকলে নিশ্চয়ই আপনার স্বর্ণাদি চুরি হয়ে যেতো না। হয়তো মেঝের কিছু জায়গা ময়লা করতো। সে ময়লা বাচ্চার মা অবশ্যই পরিষ্কার করে দিতেন।

তবে কেন আমাদের মানবিকতা এভাবে চুরি হয়ে গেলো! কেমন যেন এটা মেনে নিতে পারছি না! মানুষ হয়ে সত্যিই আমি লজ্জিত অপমানিত।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...