শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:০৬
Home / প্রতিদিন / পবিত্র হজ্জে আবারও দূর্ঘটনা, মিনায় পদদলিত হয়ে ৭১৭ জন হাজীর মৃত্যু

পবিত্র হজ্জে আবারও দূর্ঘটনা, মিনায় পদদলিত হয়ে ৭১৭ জন হাজীর মৃত্যু

12038516_893409980712744_8941339949368271591_nকমাশিসা ডেস্ক: সৌদি আরবের মিনায় আজ বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০০০ জন। হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারার সময় এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার সাত শতাধিক হাজির মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধারে কাজ চলছে। সৌদির সিভিল ডিফেন্সের টুইটারে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মিনায় উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত উদ্ধারকর্মীরা ৭১৭ হাজির মরদেহ উদ্ধার করেছে। পদদলনের ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এবার ২০ লাখের মতো মুসলমান হজ পালন করছেন।

গত ১১ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ১০৯ জন নিহত হন। ২০০৬ সালের জানুয়ারিতে মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩৬৪ হাজির মৃত্যু হয়।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...