Thursday 21st November 2024
Komashisha familyAdvertisementContact । Time: সন্ধ্যা ৭:১১
Home / ফিকহ / দারসে ফিকহ

দারসে ফিকহ

কুরবানী প্রসংগে
———————-//——————————-
প্রশ্ন :-কার উপর কুরবানী ওয়াজিব
উত্তর:-
প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।
আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্ত্তর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্ত্ত মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব। আজ ০১-০৯-১৫ইং হিসাব অনুযায়ীই ১১ গ্রামে যদি তোলা দরা হয় তাহলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য ২১হাজার ২০০বা ২২হাজার টাকা বা কিছু কমবেশি হবে।

والله اعلم بالصواب
আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫

Check Also

Ehsan Bin _Komashisha

কুরআন-হাদিসে মাজহাব : প্রসঙ্গ আহলে হাদিস।

এহসান বিন মুজাহির :: (শেষ কিস্তি)  হাদিসে তাকলীদ: হজরত  হোজাইফা রা. কতৃক বর্ণিত রাসুল (সা:) ...