Thursday 29th January 2026
Komashisha familyAdvertisementContact । Time: সন্ধ্যা ৬:০৯
Home / রাজনীতি / রিয়াদে বাংলাদেশ খেলাফত মজলিসের ”প্রশিক্ষণ মজলিস” অনুষ্ঠিত

রিয়াদে বাংলাদেশ খেলাফত মজলিসের ”প্রশিক্ষণ মজলিস” অনুষ্ঠিত

Majlisবাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদস্ত রওদা শাখার প্রশিক্ষণ মজলিস গত ২৩ অক্টোবর শুক্রবার শাখা সভাপতি হাফিজ আব্দুল বাকী আহবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।শাখা সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ নাসির উদ্দিনের সু মধুর তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে দরসে হাদিস পেশ করেন হাফিজ মাওলানা ছিদ্দীক্ব আহমদ ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রিয়াদ শাখার সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমান ।এতে আলোচনা করেন মাওলানা  সিরাজুল আনোয়ার, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মাহমুদুর রহমান জালালী,হাফিজ মাওলানা মুফতি দিলোয়ার, মাওলানা আলাউদ্দিন চৌধুরী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান,মাওলানা  আবুল কাশেম,হাফিজ নাসির উদ্দিন, হাফিজ আবু বকর, হাফিজ আনিসুর রহমান,হাফিজ জাহিদুল ইসলাম, হাফিজ মুশাহিদ,হাফিজ আখলাক চৌধুরী, সাইফুর রহমান,মানিক মিয়া,দিলু মিয়া প্রমূখ ।
পরিশেষ রওদা শাখার  প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন এর পিতার রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় ৷ বিজ্ঞপ্তি

Check Also

সিলেট আলিয়া

সিলেট আলীয়ার প্রাক্তন ছাত্র পরিষদের সভা : সরকারের বৈষম্যনীতির কারণে মাদ্রাসার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন

মাহবুব তালুকদার, লন্ডন থেকে : গত ২৭ অক্টোবর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ উইকে ...