Friday 5th December 2025
Komashisha familyAdvertisementContact । Time: দুপুর ১:৩৪
Home / খোলা জানালা / দুনিয়ায় এখনো ভাল মানুষ আছে !

দুনিয়ায় এখনো ভাল মানুষ আছে !

সাইফ রাহমান

Good policeআজকে পুলিশের দুটি নেতিবাচক সংবাদ দেখতে দেখতেই এই ছবিটিতে চোখ আটকে গেলো! ভাগ্যের নির্মম পরিহাস শামসুল সাহেবের মতো পুলিশ সদস্যরা এদেশে পুলিশের আদর্শ হতে পারেনি! যিনি ছবিতে ছিন্নমূল একটি শিশুকে ডেকে নখ কেটে দিচ্ছিলেন।
এদের মত কিছু পুলিশদের কারণেই দেশ এখনো নিয়মতান্ত্রিকভাবে চলছে! শত হয়রানি আর দুর্নীতিবাজদের মাধ্যিখানে অবস্থান করেও উচ্চস্বরে বলছি, ভালো আছি। দেশ ভালো চলছে।

Check Also

atheist

নাস্তিকতার মূলে রয়েছে ইসলাম বিদ্বেষ। (শেষ পর্ব)

মাসুম আহমদ ::  ১ম পর্বের পর : ইসলাম শব্দ থেকেই স্পষ্ট হয় ইসলামের প্রকৃত স্বরূপ ...